জোড়া ফিফটিতে জিম্বাবুয়েকে বাংলাদেশের ‘চ্যালেঞ্জ’

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১৭: ১৯
ফাইল ছবি

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে ২৭৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে বাংলাদেশের যুবারা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৭২ রান তোলেন রিফাত বেগ ও জাওয়াদ আবরার। দ্বিতীয় উইকেটে আজিজুল হাকিম তামিমকে নিয়ে ৭৭ রান যোগ করেন আবরার। তখন ২২তম ওভারের খেলা চলছিল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ৩০০ ছাড়ানো সংগ্রহ পায়নি বাংলাদেশ।

বিজ্ঞাপন

জোড়া ফিফটিতে এই পুঁজি পায় বাংলাদেশ। সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলেন আবরার। শেনজেরের শিকার হওয়ার আগে ৬৩ বলে ১২ চারের পাশাপাশি একটি ছয় মারেন এই ওপেনার। ৪ চার ও এক ছয়ের সাহায্যে ৫৬ রান এনে দেন মোহাম্মদ আব্দুল্লাহ। তামিমের অবদান ৩৪ রান।

এছাড়া রিফাত ৩১, দেবাশিষ দেবা ২৪ ও রিজন হোসেন করেন ১৬ রান। জিম্বাবুয়ের হয়ে তাতেন্দা চিমুগোরো, সিম্বারাসে মুজেঙ্গেরে ও সেনজেরে নেন দুটি করে উইকেট। এছাড়া শেলটন মাজভিতোরেরার শিকার এক উইকেট।

তিন দলের এই সিরিজে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। নিজেদের প্রথম ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বীতার পর শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে এক উইকেটে হারায় তামিম অ্যান্ড কোং। এবার দ্বিতীয় জয়ের খোঁজে তারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত