শান্তির হ্যাটট্রিক

এক ম্যাচ দুই মাঠে খেলে জিতল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ২১: ৩০
বাংলাদেশের মেয়েদের উল্লাস, ছবি: বাফুফে

মাঠ খেলার জন্য অনুপযুক্ত থাকায় মাঝপথে হলো ভেন্যু বদল। ম্যাচের প্রথমার্ধেও হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনায়। আর তিন ঘণ্টা পর দ্বিতীয়ার্ধ হয়েছে কিংসের প্র্যাকট্রিস গ্রাউন্ডে। ৯০ মিনিটের খেলা শেষ হতে সময় লাগল সাড়ে চার ঘণ্টারও বেশি। এমন এক আলোচিত ম্যাচেও বাংলাদেশ নারী দলের জয়রথ থামাতে পারেনি ভুটান। শান্তি মার্ডির হ্যাটট্রিকের সুবাদে ম্যাচটিতে ভুটানকে ৪-১ গোলে হারাল বাংলাদেশ। চলমান সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে এ নিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল তারা। তিন ম্যাচে বাংলাদেশের অর্জন এখন সর্বোচ্চ ৯ পয়েন্ট। অন্যদিকে, তিন ম্যাচ খেলে একটি জয় ও দুটিতে হারে ভুটানের পয়েন্ট ৩-ই রইল। বাংলাদেশের পরবর্তী ম্যাচে ভুটানের বিপক্ষেই। আগামীকাল বসুন্ধরা কিংস অ্যারেনাতেই হবে ম্যাচটি।

বিজ্ঞাপন

বাংলাদেশে এখন বর্ষাকাল। আজ সকাল থেকে ঢাকার আকাশ থেকে বৃষ্টি ঝরেছে। বৃষ্টিতে বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠ কর্দমাক্ত হয়ে উঠে। তবে পূর্বনির্ধারিত সময়েই এ মাঠে গড়ায় বাংলাদেশ ও ভুটান ম্যাচের খেলা। বেলা ৩টায় বৃষ্টির মধ্যে ফ্ল্যাডলাইটের আলোতে খেলতে নেমে বিপাকে পড়েন দুদলের খেলোয়াড়রা। পানি জমে যাওয়া মাঠে স্বাভাবিক ফুটবল কেউই খেলতে পারেননি। বল নিয়ে দৌড়ানোটা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। শট নেওয়ার ক্ষেত্রে মাঠে লুটিয়ে পড়া, শট নিলেও লক্ষ্যে যাওয়ার আগে কাদাপানিতে বল আটকে যাওয়া দৃশ্যই বারবার দেখা যায়।

তবুও এই মাঠে প্রথমার্ধ পর্যন্ত খেলা হয়েছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ নারী দলের গোল করা থেমে থাকেনি। ৭ মিনিটেই শান্তি মার্ডির গোলে আনন্দের উপলক্ষ পায় বাংলাদেশ। তিনবারের প্রচেষ্টায় গোল করেন এই ফুটবলার। কেননা ভেজা মাঠে বল বক্সের মধ্যে আটকে যাচ্ছিল। ভুটান গোলরক্ষক তৃষ্ণা রাণীর শট গ্লাভসবন্দি করতে পারেননি। ফিরতি বলে গোল করেন শান্তি। ১৩ মিনিটে আরো একটি গোল পেতে পারতেন তিনি। কিন্তু কাদাপানিতে সুবিধা করতে পারেননি। কর্দমাক্ত মাঠে ভুটানের চেয়ে বাংলাদেশই বেশি আক্রমণ শানিয়েছে। বাম দিক থেকে দুর্দান্ত খেলেছেন শান্তি।

প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর আর কিংস অ্যারেনায় হয়নি ম্যাচের বাকি অংশের খেলা। তিন ঘণ্টা অপেক্ষার পর কিংসের প্র্যাকটিস গ্রাউন্ডে আবার খেলতে নামে দুদল। ভিন্ন মাঠে শুরুর দিকেই গোল শোধ দেয় ভুটান। ৫৩ মিনিটে বল পেয়ে দারুণ প্লেসিং শটে গোল করেন ওয়াংমো। গোল হজমের পর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তিন গোল আদায় করে নেয় তারা। কিছুক্ষণ পর কর্নার থেকে আরেকটি গোল উপহার দেন শান্তি। স্কোরলাইন ২-১ হওয়ার পর মুনকি আক্তার গোল করেন। ৭৬ মিনিটে বাম দিক থেকে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে ভুটান গোলরক্ষকে পরাস্ত করেন মুনকি। ৭৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন শান্তি।

উমেলহার ক্রস থেকে বল পেয়ে বক্সে ঢুকে জোরালো শটে গোল করেন এই ফুটবলার। তার এই গোলেই মূলত বাংলাদেশের বড় জয় নিশ্চিত হয়। ভুটানের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি মোসাম্মৎ সাগরিকা। নেপাল ম্যাচে লাল কার্ড পাওয়ায় সাইড বেঞ্চে বসে সময় কাটাতে হয়েছে তাকে। তা ছাড়া গতকাল বেঞ্চের খেলোয়াড়দের পরখ করে দেখেছেন কোচ বাটলার। গোলরক্ষক স্বর্ণা রাণীর পরিবর্তে মিলি আক্তার খেলেন। অধিনায়ক আফঈদা খন্দকারকে খেলাননি কোচ। তার পরিবর্তে আর্ম ব্র্যান্ড পরেছেন সুরমা জান্নাত।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত