কুরাসাওকে কেউ চিনতো না, আর্জেন্টিনার সঙ্গে প্রীতি ম্যাচ খেলে খানিকটা আলোয় আসে উত্তর আমেরিকার এই দেশটি। আর এবার নিজেরাই গড়ল ইতিহাস। প্রথমবারের মতো পা রাখল বিশ্বকাপের মঞ্চে। কেপ ভার্দের পর বিশ্বের সবচেয়ে ছোট দেশ হিসেবে ৪৮ দলের বিশ্বসেরার মঞ্চে দেখা যাবে তাদেরকে।
গত শুক্রবার রাতে হ্যামিল্টনে বারমুডাকে ৭-০ গোলে উড়িয়ে ২০২৬ বিশ্বকাপে এক পা দিয়েই রেখেছিল কুরাসাও। আজ জ্যামাইকার বিপক্ষে গোলশূন্য ড্র করেই প্রথমবারের মতো বিশ্বকাপে পৌঁছে যায় ১ লাখ ৫৬ হাজার এবং আয়তন মাত্র ৪৪৪ বর্গকিলোমিটারের কনক্যাকাফ অঞ্চলের দেশটি।
কনক্যাকাফ অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ ‘এইচ’ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শেষ করেছে কুরাসাও। ছয় ম্যাচে ৩ জয় ও ৩ ড্রয়ে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। দুই নম্বরে থাকা জ্যামাকার পয়েন্ট ১১।
বিশ্বকাপ বাছাইয়ে কুরাসাও প্রথম ম্যাচে ত্রিনিদাদ এন্ড টোবাগোর বিপক্ষে গোলশূন্য ড্র করে। দ্বিতীয় ম্যাচে বারমুডার বিপক্ষে ৩-২ এবং তৃতীয় ম্যাচে জ্যামাইকার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পায়। চতুর্থ ম্যাচে ২-২ গোলে ড্র করে কুরাসাও। এরপর বারমুডাকে ৭-০ গোলে বিধ্বস্তেরর পর জ্যামাইকার বিপক্ষে ড্রয়ে স্বপ্ন স্পর্শ করে তারা।
বিশ্বকাপে নাম লিখিয়ে ইতিহাস গড়ল কুরাসাও

স্পোর্টস ডেস্ক

কুরাসাওকে কেউ চিনতো না, আর্জেন্টিনার সঙ্গে প্রীতি ম্যাচ খেলে খানিকটা আলোয় আসে উত্তর আমেরিকার এই দেশটি। আর এবার নিজেরাই গড়ল ইতিহাস। প্রথমবারের মতো পা রাখল বিশ্বকাপের মঞ্চে। কেপ ভার্দের পর বিশ্বের সবচেয়ে ছোট দেশ হিসেবে ৪৮ দলের বিশ্বসেরার মঞ্চে দেখা যাবে তাদেরকে।
গত শুক্রবার রাতে হ্যামিল্টনে বারমুডাকে ৭-০ গোলে উড়িয়ে ২০২৬ বিশ্বকাপে এক পা দিয়েই রেখেছিল কুরাসাও। আজ জ্যামাইকার বিপক্ষে গোলশূন্য ড্র করেই প্রথমবারের মতো বিশ্বকাপে পৌঁছে যায় ১ লাখ ৫৬ হাজার এবং আয়তন মাত্র ৪৪৪ বর্গকিলোমিটারের কনক্যাকাফ অঞ্চলের দেশটি।
কনক্যাকাফ অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ ‘এইচ’ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শেষ করেছে কুরাসাও। ছয় ম্যাচে ৩ জয় ও ৩ ড্রয়ে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। দুই নম্বরে থাকা জ্যামাকার পয়েন্ট ১১।
বিশ্বকাপ বাছাইয়ে কুরাসাও প্রথম ম্যাচে ত্রিনিদাদ এন্ড টোবাগোর বিপক্ষে গোলশূন্য ড্র করে। দ্বিতীয় ম্যাচে বারমুডার বিপক্ষে ৩-২ এবং তৃতীয় ম্যাচে জ্যামাইকার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পায়। চতুর্থ ম্যাচে ২-২ গোলে ড্র করে কুরাসাও। এরপর বারমুডাকে ৭-০ গোলে বিধ্বস্তেরর পর জ্যামাইকার বিপক্ষে ড্রয়ে স্বপ্ন স্পর্শ করে তারা।
