নির্বাচনে থাকছেন ইফতেখার রহমান মিঠু

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ২৩: ৩০
ইফতেখার রহমান মিঠু

তৃতীয় বিভাগ বাছাই লিগে দুর্নীতির দায়ে অভিযুক্ত ১৫ ক্লাবের একটি ছিল ভাইকিংস ক্রিকেট একাডেমি। এই ক্লাব থেকে কাউন্সিলর হওয়ার পাশাপাশি বিসিবি নির্বাচনে পরিচালক প্রার্থী হয়েছিলেন ইফতেখার রহমান মিঠু।

বিজ্ঞাপন

তবে হাইকোর্টে হওয়া রিট আবেদনের পর তার ক্লাবকে নির্বাচনে ভোটাধিকার থেকে বিরত রাখার নির্দেশ এলে প্রার্থিতা হারান তিনি। তবে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের আদেশের পর ভোটাধিকার ফিরে পেয়েছে ১৫ ক্লাব। পাশাপাশি তিনিও ফিরে পেয়েছেন প্রার্থিতা। ফলে বিসিবি নির্বাচনের ব্যালট পেপারে থাকছে তার নাম।

নির্বাচনের আগ মুহূর্তে অনেকে সরে দাঁড়ালেও প্রার্থিতা হারালেও ইফতেখার রহমান মিঠু সরে দাঁড়াননি। এমনকি প্রার্থিতা ফিরে পাওয়ার পরও নির্বাচন থেকে সরে দাঁড়াননি এই ক্রিকেট সংগঠক। ফলে বিসিবি নির্বাচনে থাকছেন তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত