আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকায় তিমুর লেস্তের আরচারি দল

স্পোর্টস রিপোর্টার

ঢাকায় তিমুর লেস্তের আরচারি দল

আগামী ৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ২৪তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ। শেষ হবে ১৪ নভেম্বর। ৩৪ দেশের ৩৭৬ জন আরচার অংশ নেবেন এশিয়ার সবচেয়ে বড় এই টুর্নামেন্টে। প্রথম দল হিসেবে আজ মঙ্গলবার ঢাকায় এসেছেন তিমুর লেস্তের আরচাররা।

বিজ্ঞাপন

তাদের আগেভাগে আসার কারণ টঙ্গীতে আরচারি ফেডারেশন একাডেমিতে নিজেদের ঝালিয়ে নেওয়া আর বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া। এ নিয়ে তৃতীয়বারের মতো আরচারির এই বড় টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ। এর আগে ২০১৭ ও ২০২১ সালে বাংলাদেশে বসেছিল এশিয়ান আরচারির আসর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন