ম্যাক্সওয়েল ঝড়ে অস্ট্রেলিয়ার চারে চার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১০: ৫৮
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১১: ০২

প্রথম ৩ টি-টোয়েন্টিতে টানা জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখল মিচেল মার্শের দল। গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়েছে সফরকারীরা।

ওয়ার্নার পার্কে আগে ব্যাট করে ২০৫ রানের বিশাল পুঁজি নিয়েও অস্ট্রেলিয়ার জয়রথ থামাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৪ বল হতে রেখে জয় নিশ্চিত করে অজিরা। এ নিয়ে সপ্তমবারের মতো ২০০ বা তার বেশি রান করেও হারের তিক্ত অভিজ্ঞতা হলো ওয়েস্ট ইন্ডিজের। যে রেকর্ড নেই অন্য কোনো দলের। এর আগে তৃতীয় টি-টোয়েন্টিতে ২১৪ রান করেও হেরেছিল ক্যারিবিয়ানরা।

বিজ্ঞাপন

আগের ম্যাচে ৭ বলে ২৯ রান করে রান আউটের ফাঁদে পড়ায় ইনিংস বড় করতে পারেননি ম্যাক্সওয়েল। এদিন আর ভুল করেননি। তৃতীয় ব্যাটার হিসেবে বিদায় নেওয়ার আগে ১৮ বলে ৪৭ রান করেন তিনি। কম যাননি জশ ইংলিস। কোনো রান যোগ না হতেই মার্শের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে ম্যাক্সওয়েলকে নিয়ে ঝড় তোলেন ইংলিস। দুজনে মিলে যোগ করেন ৬৬ রান। এর মধ্যে ৫১ রানই করেন ইংলিস। ৩০ বলে ১০ চারের পাশাপাশি একটি ছয় মারেন এই টপঅর্ডার।

কুপার কনোলি, মিচেল ওয়েনরা ব্যাট হাতে ব্যর্থ হলেও ৩৫ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন ক্যামেরুন গ্রিন। ১৬ বল খেলা অ্যারন হার্ডির অবদান ২৩ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৯ রানে ৩ উইকেট নেন জেডিয়াহ ব্লেড।

২০০’র বেশি রান তুললেও ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটসম্যান ফিফটির দেখা পাননি। বেশ কয়েকটি মাঝারি মানের ইনিংসে ভর করে এই পুঁজি পায় স্বাগতিকরা। ১৫ বলে ৩১ রান করেন শেরফানে রাদারফোর্ড। সমান ২৮ রান আসে রোভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ডের ব্যাট থেকে। জেসন হোল্ডার এনে দেন ২৬ রান। ব্রেন্ডন কিংয়ের অবদান ১৮ রান। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ৩ উইকেট নেন অ্যাডাম জাম্পা। এজন্য ৫৪ রান খরচ করেন এই লেগস্পিনার। ২ উইকেট নিতে ৬১ রান দেন শন অ্যাবট। তার সমান দুটি করে উইকেট নেন জাভিয়ের বার্টলেট ও হার্ডি।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২০৫/৯ (২০ ওভার); রাদারফোর্ড ৩১, পাওয়েল ২৮, শেফার্ড ২৮; জাম্পা ৩/৫৪

অস্ট্রেলিয়া: ২০৬/৭ (১৯.২ ওভার); গ্রিন ৫৫*, ইংলিস ৫১, ম্যাক্সওয়েল ৪৭; ব্লেডস ৩/২৯

ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী

ম্যাচসেরা: গ্লেন ম্যাক্সওয়েল

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত