মুশফিককে বিসিবির ধন্যবাদ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০০: ০০

ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর মুশফিকুর রহিমকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার পাঠানো বিজ্ঞপ্তির শুরুতেই দুই দশক বর্ণিল ওয়ানডে ক্যারিয়ারে দেশকে অসাধারণ সার্ভিস দেওয়ার জন্য মুশফিককে ধন্যবাদ জানানো হয়।

বিজ্ঞাপন

এরপর বলা হয়, ওয়ানডে ক্রিকেটে অসাধারণ নিষ্ঠা, প্যাশন আর পেশাদারত্ব বিষয়টির স্বীকৃতি দিচ্ছে বিসিবি। ৫০ ওভারের ক্রিকেটে দেশের অগ্রগতির ক্ষেত্রে অবিচ্ছেদ্য অংশ হলো তার পারফরম্যান্স। ব্যাট হাতে ও স্টাম্পের পেছনে- উভয় ক্ষেত্রেই তিনি অবদান রেখেছেন।

মুশফিকের প্রশংসা করে বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘মুশফিকের কাজে নৈতিকতা, দৃঢ়তা ও অবিচল থাকার যে উদাহরণ তৈরি হয়েছে, সেটি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বাংলাদেশের সেরা ওয়ানডে মুহূর্তগুলোর কথা বললে তার নামটাই সব সময় উজ্জ্বল থাকবে।’

বিজ্ঞপ্তিতে ফারুক আহমেদ আরো বলেন, ‘১৯ বছর ধরে এই ফরম্যাটের ক্রিকেটে খেলা অবিশ্বাস্য এক অর্জন, যা তার ধারাবাহিকতা ও ক্যারেক্টারের কথা বলবে। আমি নিশ্চিত, সে এখনো ক্রিকেটকে কিছু দিতে পারে। আমরা তার দিকে তাকিয়ে আছি যে, মাঠে ও মাঠের বাইরে উভয় দিক থেকে তার মান বজায় থাকবে।’

বিসিবির বিজ্ঞপ্তিতে মুশফিকের কিছু রেকর্ডের কথাও বলা হয়েছে। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে মুশফিক সর্বোচ্চ ২৭৪টি ম্যাচ খেলেছেন। তার সংগ্রহ ৭ হাজার ৭৯৫ রান। বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড এটি। এছাড়া তার নামের পশে ২৪৩টি ক্যাচ ও ৫৬টি স্টাম্পিংয়ের রেকর্ড রয়েছে।

এই পরিসংখ্যান সাক্ষ্য দেয় যে, বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল উইকেটকিপার মুশফিক। ৩৭টি ম্যাচে বাংলাদেশ ওয়ানডে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। পাঁচটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা হয়েছে তার, যা খুব কম ক্রিকেটারের এমন অভিজ্ঞতা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত