
অ্যাশেজ সিরিজ : সিডনি টেস্ট
হেড-স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দাপট
সিডনি টেস্টের তৃতীয় দিনটি দারুণ কাটাল অস্ট্রেলিয়া। সাতসকালে ব্যাটিংয়ে নেমে আগের দিন ৯১ রানে অপরাজিত থাকা ট্রাভিস হেড সেঞ্চুরিতে পৌঁছে গেলেন অনায়াসেই। ১৬৩ রানে তার থামলেও শেষ সেশনে আরো একটি সেঞ্চুরি উদযাপন করে অস্ট্রেলিয়া। এবার সেঞ্চুরিয়ানের নাম স্মিভেন স্মিথ। অবশ্য তাকে থামাতে পারেনি ইংল্যান্ড।















