
লোকসানের শঙ্কা, আলু চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক
নলেয়া গ্রামের আমজাদ আলী বলেন, সরকারিভাবে দাম নিয়ন্ত্রণ ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন হলে আলু চাষে আগ্রহ থাকে। আলু উৎপাদনে খরচ বেশি হচ্ছে। সে তুলনায় আলুর ন্যায্য মূল্য পাচ্ছিনা সেজন্য আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলছি। এখন আলু চাষ শুধু করবো শুধুমাত্র বাড়িতে খাওয়ার জন্য।














