
কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী, দোয়া-মোনাজাতে খালেদা জিয়াকে স্মরণ
ফেনীজুড়ে কালো পতাকা। ইতিহাসের আর কোন দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ। রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও কালো ব্যাজ ধারণ করে শোক প্রকাশ করছেন।

ফেনীজুড়ে কালো পতাকা। ইতিহাসের আর কোন দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ। রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও কালো ব্যাজ ধারণ করে শোক প্রকাশ করছেন।

মৃত্যুর আগেই সব মামলায় খালেদা জিয়ার মুক্তি লাভ করেছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেগম জিয়ার পক্ষে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার সকাল থেকে ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুরস্থ বেগম জিয়ার পৈতৃক বাড়ির মসজিদের মাইকে শোক সংবাদ প্রচার করা হচ্ছে। আসতে শুরু করেন স্বজন ও স্থানীয় মানুষজন। আয়োজন করা হয়েছে তার আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতমের।

মনোনয়ন পত্র জমা দেয়ার সময় নির্বাচনি আইন মেনে পাঁচজন উপস্থিত ছিলেন। তারা হলেন, এবি পার্টির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, জেলা আহবায়ক মাস্টার আহসানুল্লাহ, এনসিপির জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ত্ব মায়মুনা আক্তার রুবি, জেলা প্রচার সম্পাদক হাবীব মিয়া











ফেনী-২ আসন



ফেনী-৩ আসন




নিবন্ধিত ৯ হাজার, অনুমোদনের অপেক্ষায় ১১ হাজার

