
আখেরি মোনাজাতে তাবলিগের তিন দিনব্যাপী খুরুজের জোড় শেষ
টঙ্গীর তুরাগতীরে দোয়ার মাধ্যমে শেষ হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের অধীনে আয়োজিত তিন দিনব্যাপী খুরুজের জোড়। দোয়ায় অংশ নেন প্রায় ৭২টি দেশ থেকে আসা আড়াই হাজার বিদেশি মেহমান ও দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।














