
শিল্পকলার মঞ্চে স্বপ্নদলের ‘হেলেন কেলার’
নাট্যসংগঠন স্বপ্নদলের মনোড্রামা হেলেন কেলার। নাটকটি আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে মঞ্চায়িত হতে যাচ্ছে। হেলেন কেলারের জীবন-কর্ম ও দর্শনভিত্তিক এ প্রযোজনাটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। একক অভিনয়ে থাকছেন জুয়েনা শবনম। দৃষ্টি, বাক ও শ্রব












