
নওগাঁয় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী, উদ্যোগ নেই মশা নিধনের
কোমাইগাড়ি এলাকার গৃহিণী জুলেখা আক্তার বলেন, ‘মশার যন্ত্রণায় বাড়িতে থাকা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে সন্ধ্যার পর মশার এত উৎপাত যা বলে প্রকাশ করার মতো না। কয়েলের ধোঁয়া বা সন্ধ্যার আগে ঘরের দরজা-জানালা বন্ধ রাখলেও মশা কমে না।























