
যে কারণে বিমান বিক্রি কমালো এয়ারবাস
এয়ারবাস ২০২৫ সালের বাণিজ্যিক বিমান সরবরাহের লক্ষ্যমাত্রা কমিয়ে প্রায় ৭৯০-এ নামিয়েছে। এর আগে এ সংখ্যা ছিল ৮২০। কোম্পানি জানিয়েছে, তাদের এ৩২০ সিরিজের বিমানের ফিউজলাজ প্যানেলে গুরুতর মানগত ত্রুটি শনাক্ত হওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে।






















