মহানবীর ঐতিহাসিক মক্কা বিজয়হিজরির অষ্টম বছর, রমজান মাস। মক্কার চারপাশের পাহাড় আর উপত্যকা শুকনো কাষ্ঠের মতো, সময়টা বসন্তের শেষের আবহাওয়াময়। কিছু জায়গায় মাথা উঁচু করে আছে সবুজ ঘাসের প্রাণচাঞ্চল্য।১২ সেপ্টেম্বর ২০২৫
নবীজির ঐতিহাসিক মক্কাবিজয়মহানবী (সা.)-এর সার্বিক বিচক্ষণতা ও সামরিক দক্ষতায় রক্তপাতহীন এক বিজয় ঐতিহাসিক মক্কাবিজয়। এ বিজয় ইসলামের ইতিহাসে এক অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। ইসলাম ও মানবতার চূড়ান্ত বিজয়। অষ্টম হিজরির ১৯ রমজান এ বিজয় অর্জিত হয়।২২ মার্চ ২০২৫