
‘নাইট ডিউটিতে জানতে পারি বাসায় বাচ্চার ১০৪ ডিগ্রি জ্বর’
সন্তান বড় হতে থাকলে মা-বাবার চিন্তার কমতি থাকে না। আদরের সন্তান কোথায় পড়াশোনা করবে? পড়াশোনা শেষেই বা কী করবে? এমন কত প্রশ্নই তাদের মাথায় ঘুরপাক খায়। সাতক্ষীরার মেয়ে দীপা ঘোষ, গুলশানের সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। একসময় তার নার্সিং পেশা নিয়ে কোনো ধারণাই ছিল না।









