
আবারো প্রেক্ষাগৃহে সালমান শাহ’র সিনেমা
মৃত্যুর ২৯ বছর পার হয়ে গেলেও সিনেপ্রেমীদের ভালোবাসার আরেক নাম সালমান শাহ। সময় বদলেছে, বদলেছে সিনেমার ধরন, কিন্তু রূপালি পর্দার সেই রাজপুত্রের আবেদন কমেনি এক বিন্দুও। পুরান ঢাকার কেরানীগঞ্জের মাল্টিপ্লেক্স ‘লায়ন সিনেমাস’ আয়োজন করেছে সপ্তাহব্যাপী এক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী।

















