
দুই মামলায় জামিন মেলেনি খায়রুল হকের
জুলাই গণঅভ্যুত্থানে কাইয়ুম হত্যা এবং বিদ্বেষমূলকভাবে বেআইনি ও জাল রায় তৈরির অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

জুলাই গণঅভ্যুত্থানে কাইয়ুম হত্যা এবং বিদ্বেষমূলকভাবে বেআইনি ও জাল রায় তৈরির অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করার ক্ষেত্রে এবং শেখ হাসিনাকে ফ্যাসিবাদী হয়ে ওঠার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ব্যাপকভাবে ধিকৃত হয়েছেন সাবেক এই প্রধান বিচারপতি।

জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলা বাতিলের শুনানি আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আইনজীবী ফোরাম সভাপতি
জয়নুল আবেদীন বলেছেন, বিভীষিকাময় আয়নাঘর, গুম, খুন, হয়রানি, মিথ্যা ও গায়েবি মামলা এবং সর্বশেষ জুলাই বিপ্লবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে হাজারো ছাত্র-জনতার মৃত্যুর জন্য স্বৈরাচারী শেখ হাসিনা, তার দোসররা এবং বিচার বিভাগের অন্যতম সহযোগী দোসর খায়রুল হকও সমানভাবে দায়ী।





সংবাদ বিশ্লেষণ


