
দখল হয়ে যাচ্ছে হাতিয়ায় জেগে ওঠা চর
নোয়াখালীর হাতিয়ায় দখল হয়ে যাচ্ছে মেঘনায় জেগে ওঠা চর। সারিবদ্ধভাবে মাটির স্তূপে নিশানা টানিয়ে চলছে চর দখল। এতে অস্তিত্ব সংকটে পড়েছে গোচারণভূমি। বহু প্রজন্ম ধরে এ অঞ্চলের মানুষ এসব চরে লালন-পালন করে আসছেন তাদের গরু ও মহিষ।









