সুইডেন ‘শান্তির বোর্ডে’ অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। দাভোসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান যে পাঠ্য বা কাঠামো উপস্থাপন করা হয়েছে, তার আওতায় এই উদ্যোগে সুইডেন যুক্ত হচ্ছে না। খবর আলজাজিরার।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘শান্তির বোর্ড’ মূলত যুদ্ধ-পরবর্তী গাজা পুনর্গঠনের তত্ত্বাবধানের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। তবে এই উদ্যোগের মাধ্যমে জাতিসংঘকে প্রতিস্থাপনের চেষ্টা করা হতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছে একাধিক ইউরোপীয় দেশ।
নরওয়ে ও ফ্রান্সও ইতিমধ্যে এই বোর্ডে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট মঙ্গলবার বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির উপস্থাপিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে সমর্থন রয়েছে, তবে এমন কোনো সংস্থা তৈরি করা গ্রহণযোগ্য নয়, যা জাতিসংঘের স্থলাভিষিক্ত হবে।
এই প্রত্যাখ্যানের ঘটনা ঘটেছে এমন এক সময়ে, যখন গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার বিষয়ে ট্রাম্পের ঘোষণার জেরে ওয়াশিংটন এবং ইউরোপের ন্যাটো মিত্রদের মধ্যে উত্তেজনা বাড়ছে।
এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, তিনি এই শান্তির বোর্ডে যোগদানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। প্রস্তাব অনুযায়ী, বোর্ডটিতে বিভিন্ন দেশের শীর্ষ নেতারা থাকবেন এবং ডোনাল্ড ট্রাম্প আজীবন সভাপতির দায়িত্ব পালন করবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হানের ২৩ বছরের কারাদণ্ড