আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক পরীক্ষা নিয়ে আলোচনা করবে রাশিয়া : পুতিন

আতিকুর রহমান নগরী

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক পরীক্ষা নিয়ে আলোচনা করবে রাশিয়া : পুতিন

যুক্তরাষ্ট্রের সাথে আগামী আলোচনায় নতুন করে পারমাণবিক পরীক্ষার বিষয়ে কথা তুলেবে রাশিয়া। এর পাশাপাশি ইউরোপের নিরাপত্তা ও কৌশলগত স্থিতিশীলতা নিয়েও আলোচনা করবে মস্কো । কিরগিজস্তানে এক সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেছেন, আগামী সপ্তাহে আমেরিকার একটি প্রতিনিধিদল মস্কোতে আসবে বলে আশা করা হচ্ছে এবং রাশিয়া ওয়াশিংটনের সাথে ‘কৌশলগত স্থিতিশীলতার সমস্ত বিষয়’ নিয়ে আলোচনা করার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে একটি দীর্ঘস্থায়ী অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি রয়েছে, যা নিউ স্টার্ট চুক্তি নামে পরিচিত। আর এটি ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়ে আসছে।

পুতিন জানিয়েছেন, ‘নিউ স্টার্ট চুক্তিটি ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হওয়া কথা রয়েছে। যদি তারা নিউ স্টার্ট চুক্তিটি নবায়ন না করে, তবে তা ঠিক আছে।

পুতিন বলেছেন, রাশিয়া আনুষ্ঠানিকভাবে ইউরোপ আক্রমণের কোনো ইচ্ছা রাখে না। তিনি বলেন, ‘তারা আমাদের কাছ থেকে এটি শুনতে চায়, তাহলে চলুন, আমরা এটা রেকর্ডে রাখবো, কোন সমস্যা নেই।’

পুতিন আরো জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে শান্তি প্রস্তাবগুলোর আলোচনা রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে হবে। প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন পুতিনের সহকারী ভ্লাদিমির মেডিনস্কি সিনিয়র এবং আমেরিকার পক্ষের সাথে সমন্বয় করবেন যোগাযোগ সহকারী ইউরি উশাকভ।

এসময় পুতিন স্মরণ করিয়ে দেন যে রাশিয়া পূর্ববর্তী প্রশাসনের সময় কৌশলগত বিষয়গুলিতে আলোচনার পরামর্শ দিয়েছিল, কিন্তু সেই সময়ে ওয়াশিংটনে আলোচনা স্থগিত করেছিল।

এছাড়া ইউক্রেনের সাথে রাশিয়া চুক্তিতে পৌঁছানোর কথা পুনর্ব্যক্ত করেন পুতিন, যদিও এর আগে তিনি বলেছিলেন, এটি বর্তমানে ‘আইনত অসম্ভব।
সূত্র: আনাদোলু এজেন্সি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...