চলমান উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে সরাসরি আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও দীর্ঘদিন ধরে তার প্রশাসন মাদুরোকে ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করে আসছে। আমেরিকান সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আমেরিকান কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মাদুরোর সঙ্গে সংলাপের প্রতি ট্রাম্পের আগ্রহ তার ভেনেজুয়েলা নীতিতে ‘বন্দুকযুদ্ধের কূটনীতি’ থেকে একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এটি এমন বার্তা দিচ্ছে, তাৎক্ষণিকভাবে ভেনেজুয়েলায় আমেরিকান ক্ষেপণাস্ত্র হামলা বা সরাসরি সামরিক অভিযান চালানোর কোনো পরিকল্পনা নেই।
ট্রাম্প বৈঠকে জানান, দেশটির অভ্যন্তরে অস্ত্রের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের ইচ্ছা এখন নেই, যদিও ভবিষ্যতে এমন সম্ভাবনাকে পুরোপুরি অস্বীকারও করেননি। তিনি বলেন, আমি বলব না যে কখনোই নয়, তবে এখনই সেই পরিকল্পনা নেই। একই বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা জানান, আমেরিকা মাদক পাচার বন্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং প্রয়োজন হলে মাদকবাহী নৌকা ধ্বংস করে দেওয়া হবে।
তবে দুই রাষ্ট্রপ্রধানের সম্ভাব্য বৈঠকের কোনো তারিখ এখনো নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন আমেরিকার আরেক কর্মকর্তা। মাত্র একদিন আগে আমেরিকা আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলাভিত্তিক ‘কার্টেল দে লস সোলস’কে বিদেশি সন্ত্রাসী সংগঠন (এফটিও) হিসেবে ঘোষণা করেছে।
গত কয়েক মাস ধরে ল্যাটিন আমেরিকায় সামরিক উপস্থিতি বাড়িয়েছে আমেরিকা। যুদ্ধজাহাজ, নৌবাহিনী, ফাইটার জেট, সাবমেরিন এবং ড্রোন মোতায়েনের ফলে ভেনেজুয়েলায় আমেরিকান হামলার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে ট্রাম্পের নতুন ঘোষণায় আপাতত সেই আশঙ্কা কিছুটা কমে এসেছে বলে মনে করা হচ্ছে।


অগ্রণী ব্যাংকের ভল্টে মিলল হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালংকার