আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলের বিভিন্ন শহরে ইরানের হামলা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের বিভিন্ন শহরে ইরানের হামলা শুরু

দখলদার ইসরাইলের বিভিন্ন শহর লক্ষ্য করে আবারও মিসাইল ছুড়েছে ইরান। সোমবার রাতে মিসাইল ছুড়ে তারা।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, উত্তর ইসরাইলের বিভিন্ন জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। এখন এসব মিসাইল ভূপাতিত করার চেষ্টা করা হবে।

বিজ্ঞাপন

এর আগে ইসরাইলের তেল আবির শহরের বাসিন্দাদের সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিজেদের নিরাপত্তার স্বার্থে তেল আবিবের নাগরিকদের অবিলম্বে এলাকা ছাড়তে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...