আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নতুন আত্মঘাতী ড্রোন উন্মোচন করল ইরানের সামরিক বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
নতুন আত্মঘাতী ড্রোন উন্মোচন করল ইরানের সামরিক বাহিনী

ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পস অ্যারোস্পেস ফোর্স তাদের নতুন আত্মঘাতী ড্রোন উন্মোচন করেছে। নতুন এই ড্রোনের নাম শাহেদ-১০৭।

বিজ্ঞাপন

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ সোমবার এ খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার শত্রুর লক্ষ্যবস্তুতে নিখুঁতভাতে আঘাত হানতে সক্ষম আত্মঘাতী মনুষ্যবিহীন বিমানবাহী ড্রোনটির উন্মোচন করা হয়।

সংবাদমাধ্যমটি বলছে, শাহেদ-১০৭ এর ছবি থেকে বোঝা যায়, এটি একটি পিস্টন ইঞ্জিন দিয়ে সজ্জিত- যা বিমানটিকে দেড় হাজার কিলোমিটারেরও বেশি উপরে উড়তে সক্ষমতা প্রদান করে।

খবরে বলা হয়েছে, সম্প্রতি প্রকাশিত ফুটেজে শাহেদ-১০৭ এর মতো একটি ইরানি ড্রোনকে ইসরাইলি অ্যারো ৩ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দিকে এগিয়ে যেতে দেখা গেছে। যদি যাচাই করা হয়, তাহলে এটি প্রমাণ করবে যে নতুন ইরানি ড্রোনটি ইসরাইলের বহু স্তরযুক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার ক্ষমতা রাখে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন