আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আমার দেশ অনলাইন

ইসরাইলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার এই দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান। নিহত ব্যক্তির নাম হামিদরেজা সাবেত এসমাইলিপুর।

বিজ্ঞাপন

মিজানের প্রতিবেদনে বলা হয়, হামিদরেজা সাবেত এসমাইলিপুরকে ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তার করা হয়। ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে কাজ করে গোপন নথি ও সংবেদনশীল তথ্য হস্তান্তরের মাধ্যমে গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সর্বোচ্চ আদালতে রায় বহাল থাকার পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই এই শাস্তি কার্যকর করা হয়েছে।

ইসরাইলের সঙ্গে দীর্ঘদিন ধরে চলমান গোপন সংঘাতে জড়িত ইরান অতীতে বহু ব্যক্তিকে ইসরাইলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে। দেশটির দাবি, এসব ব্যক্তি ইরানের অভ্যন্তরে ইসরাইলের গোপন তৎপরতায় সহায়তা করছিলেন।

বিশ্লেষকদের মতে, গত বছর থেকে ইরানে এ ধরনের মৃত্যুদণ্ডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে জুন মাসে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতের প্রেক্ষাপটে নিরাপত্তা অভিযান আরও জোরদার করেছে তেহরান।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: