ইরানের রাতভর হামলায় তেল আবিবের মার্কিন দূতাবাস ‘সামান্য ক্ষতিগ্রস্ত’ হয়েছে বলে জানিয়েছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম বিবিসি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে মাইক হাকাবি বলেছেন, তেল আবিবে দূতাবাস ভবনটির আশেপাশে ‘ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানায়’ ভীষণ কম্পনে কনস্যুলেট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো মার্কিন কর্মী হতাহত হননি বলে তিনি জানান। এ কারণে জেরুজালেমে অবস্থিত প্রধান মার্কিন দূতাবাসও বন্ধ থাকবে। এখনো সেখানে নিরাপদে অবস্থান করার নির্দেশনা বহাল আছে।
ইরান-ইসরাইল সংঘাতের চতুর্থ দিনে সোমবার সকালে ইসরাইলে চালানো ইরানের হামলাকে বলা হচ্ছে এ পর্যন্ত চালানো হামলার মধ্যে সবচেয়ে তীব্র এবং বড় আকারের। ইরানের হামলায় এ পর্যন্ত ইসরাইলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ২০ জন। আর শুক্রবার থেকে ইসরাইলি হামলায় ইরানে ২২৪ জন নিহত হয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

