আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পুনরায় সম্প্রচার শুরু

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলার কথা স্বীকার ইসরাইলের

বিবিসি

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলার কথা স্বীকার ইসরাইলের

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলার কথা স্বীকার করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। এ ছাড়া ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতালে ইসরাইল 'সরাসরি' হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

এদিকে, ইসরাইলের হামলায় কিছুক্ষণ পর পুনরায় সম্প্রচার শুরু করেছে টেলিভিশনটি।

বিজ্ঞাপন

সোমবার তেহরানে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরাইলি হামলায় সেখানকার বেশ কয়েক জন কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ঠিক কত জনের মৃত্যু হয়েছে এবং তাদের পরিচয় কী, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানাননি কর্মকর্তারা।

টেলিভিশনটির একজন সাংবাদিক জানান, হামলার সময় তারা ভবনটিতে কাজ করছিলেন। তখন সরাসরি সম্প্রচার চলছিল। কিন্তু আকস্মিক হামলার পর কিছুক্ষণের জন্য সম্প্রচার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।

কয়েক মিনিট পর অবশ্য পুনরায় সম্প্রচার কাজ চালু করতে সক্ষম হন টেলিভিশন কর্তৃপক্ষ।

একপর্যায়ে টেলিভিশনটির সম্প্রচার শাখার প্রধান পেমান জেবেলি রক্তমাখা একটি কাগজ নিয়ে পর্দায় হাজির হন। সেটি দেখিয়ে তিনি বলেন, তারা শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন।

গণমাধ্যম কার্যালয়ে হামলা চালানোর মাধ্যমে ইসরাইলে সত্যের কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছে ইসলামিক রিপাবলিক অব ইরান নিউজ নেটওয়ার্ক কর্তৃপক্ষ।

ইসরাইলের হামলার আগ মুহূর্তে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পর্দায় উপস্থাপিকাকে দেখা যাচ্ছিলো। হামলার সময় উপস্থাপিকাকে দ্রুত সরে যেতে দেখা যায়।

অন্যদিকে, গণমাধ্যম কার্যালয়টি ইরান সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইসরাইল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...