তুরস্কের জন্য আবারো নতুন সংবিধানের আহ্বান এরদোয়ানের

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৫: ১৬

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান আবারো নতুন সংবিধানের কথা পুনর্ব্যক্ত করেছেন। বুধবার পার্লামেন্টের এক ভাষণে তিনি এ কথা বলেন।

১৯৮০ সালের সামরিক অভ্যুত্থানে মধ্য দিয়ে উৎপত্তি বিদ্যমান সংবিধানের দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছেন এরদোয়ান। তিনি একেপি’র আইন প্রণেতাদের উদ্দেশ্যে করে বলেন, সাম্প্রতিক সংশোধন সত্ত্বেও, একটি নতুন বেসামরিক সংবিধানের প্রয়োজনীয়তা সম্পূর্ণরূপে পূরণ হয়নি।

বিজ্ঞাপন

এরদোয়ান বলেন, আমাদের জাতির প্রয়োজন এমন একটি বেসামরিক সংবিধান যা আমাদের গণতান্ত্রিক অভিজ্ঞতাগুলোকে বিভিন্ন অধ্যায়ে ভাগ করে সামরিক অভ্যুত্থানকে প্রত্যাখ্যান করবে।

উল্লেখ্য, ২০১৭ সালে এক গণভোটের মাধ্যমে তুরস্ক পার্লামেন্টারি শাসন ব্যবস্থা বাদ দিয়ে প্রেসিডেন্টশাসিত ব্যবস্থা গ্রহণ করে এবং এক বছর পর থেকে এটি বাস্তবায়িত হয়।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত