তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান আবারো নতুন সংবিধানের কথা পুনর্ব্যক্ত করেছেন। বুধবার পার্লামেন্টের এক ভাষণে তিনি এ কথা বলেন।
১৯৮০ সালের সামরিক অভ্যুত্থানে মধ্য দিয়ে উৎপত্তি বিদ্যমান সংবিধানের দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছেন এরদোয়ান। তিনি একেপি’র আইন প্রণেতাদের উদ্দেশ্যে করে বলেন, সাম্প্রতিক সংশোধন সত্ত্বেও, একটি নতুন বেসামরিক সংবিধানের প্রয়োজনীয়তা সম্পূর্ণরূপে পূরণ হয়নি।
এরদোয়ান বলেন, আমাদের জাতির প্রয়োজন এমন একটি বেসামরিক সংবিধান যা আমাদের গণতান্ত্রিক অভিজ্ঞতাগুলোকে বিভিন্ন অধ্যায়ে ভাগ করে সামরিক অভ্যুত্থানকে প্রত্যাখ্যান করবে।
উল্লেখ্য, ২০১৭ সালে এক গণভোটের মাধ্যমে তুরস্ক পার্লামেন্টারি শাসন ব্যবস্থা বাদ দিয়ে প্রেসিডেন্টশাসিত ব্যবস্থা গ্রহণ করে এবং এক বছর পর থেকে এটি বাস্তবায়িত হয়।

