
আমার দেশ অনলাইন

তুরস্কের ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনার মাঝেই পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত লাগোয়া এলাকায় পাক সেনাবাহিনীর পাঁচ সদস্য ও ২৫ সন্ত্রাসী নিহত হয়েছেন। রোববার পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার ও শনিবার আফগানিস্তানের ভূখণ্ড থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের কুররাম ও উত্তর ওয়াজিরিস্তান জেলায় অনুপ্রবেশের চেষ্টা করেছেন সন্ত্রাসীরা। পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তের দুর্গম ওই এলাকায় সশস্ত্র বাহিনীর বাধায় জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ হয়েছে।
বিবৃতিতে বলা হয়, জঙ্গিদের অনুপ্রবেশের এই চেষ্টা আফগানিস্তান সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি করেছে। বিশেষ করে আফগান ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ দমনে প্রতিশ্রুতি দেওয়ার পরও এই ধরনের অনুপ্রবেশের চেষ্টা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
চলতি মাসের শুরুর দিকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পর নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তারা বর্তমানে ইস্তাম্বুলে বৈঠক করছেন। ২০২১ সালে তালেবান কাবুল দখলের পর প্রতিবেশী দুই দেশের মাঝে এটাই ছিল সবচেয়ে প্রাণঘাতী সীমান্ত সংঘাত।
তবে এই বিষয়ে মন্তব্যের অনুরোধে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
তালেবান বরাবরই জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের আন্তঃসীমান্ত সামরিক অভিযান আফগান সার্বভৌমত্বের লঙ্ঘনের শামিল।

তুরস্কের ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনার মাঝেই পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত লাগোয়া এলাকায় পাক সেনাবাহিনীর পাঁচ সদস্য ও ২৫ সন্ত্রাসী নিহত হয়েছেন। রোববার পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার ও শনিবার আফগানিস্তানের ভূখণ্ড থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের কুররাম ও উত্তর ওয়াজিরিস্তান জেলায় অনুপ্রবেশের চেষ্টা করেছেন সন্ত্রাসীরা। পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তের দুর্গম ওই এলাকায় সশস্ত্র বাহিনীর বাধায় জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ হয়েছে।
বিবৃতিতে বলা হয়, জঙ্গিদের অনুপ্রবেশের এই চেষ্টা আফগানিস্তান সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি করেছে। বিশেষ করে আফগান ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ দমনে প্রতিশ্রুতি দেওয়ার পরও এই ধরনের অনুপ্রবেশের চেষ্টা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
চলতি মাসের শুরুর দিকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পর নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তারা বর্তমানে ইস্তাম্বুলে বৈঠক করছেন। ২০২১ সালে তালেবান কাবুল দখলের পর প্রতিবেশী দুই দেশের মাঝে এটাই ছিল সবচেয়ে প্রাণঘাতী সীমান্ত সংঘাত।
তবে এই বিষয়ে মন্তব্যের অনুরোধে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
তালেবান বরাবরই জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের আন্তঃসীমান্ত সামরিক অভিযান আফগান সার্বভৌমত্বের লঙ্ঘনের শামিল।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কড়া সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এসময় তিনি গাজায় মানবিক বিপর্যয়ে নিরাপত্তা পরিষদের নিরব ভূমিকার কথা উল্লেখ করে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কোনো কাজ করছে না, একদমই না।
৩ ঘণ্টা আগে
ভারতের মুসলমানরা দীর্ঘদিন ধরেই গাজার ফিলিস্তিনিদের সাথে গভীর সংহতি প্রকাশ করছে। কিন্তু তাদের এই সহানুভূতি হিন্দু ডানপন্থীদের অস্থির করে তোলে। তাই তারা ভারতীয় মুসলমানদের মানসিকভাবে হয়রানি করার জন্য, গাজাকে উপহাসের প্রতীকে পরিণত করে।
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারের বিষয়টি নিয়ে ভারত কি কোনো উদ্বেগ প্রকাশ করেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “তারা আনুষ্ঠানিকভাবে তা করেনি। অবশ্যই, ঐতিহাসিক কারণে কিছু উদ্বেগ তাদের থাকতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্র একাধিক অংশীদারের সঙ্গে কাজ করতে চায়।”
৭ ঘণ্টা আগে
দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। আল-উদেইদ বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত এ বৈঠকে তিনি কাতারকে “একজন মহান মিত্র ও আঞ্চলিক শান্তির নির্ভরযোগ্য অংশীদার” বলে প্রশংসা করেন।
৮ ঘণ্টা আগে