গাজায় মানবিক বিপর্যয়ে নিরব জাতিসংঘ নিরাপত্তা পরিষদ: লুলা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০২: ২৫

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কড়া সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এসময় তিনি গাজায় মানবিক বিপর্যয়ে নিরাপত্তা পরিষদের নিরব ভূমিকার কথা উল্লেখ করে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কোনো কাজ করছে না, একদমই না।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। শনিবার (২৫ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

বিজ্ঞাপন

প্রতিবেদনে লুলা দা সিলভা বলেন, সাম্প্রতিক বড় বড় যুদ্ধগুলো যারা শুরু করেছে, সেই দেশগুলোই নিরাপত্তা পরিষদের সদস্য। কারো কোনো পরামর্শ কিংবা জবাবদিহিতা ছাড়াই তারা এসব যুদ্ধ করছে।

তিনি বলেন, জাতিসংঘ তাদের কাজ করা বন্ধ করে দিয়েছে, ফলে পৃথিবীতে কার্যকর কোনো বৈশ্বিক নেতৃত্ব আর নেই। লুলা প্রশ্ন তোলেন, ফিলিস্তিনের গাজায় যখন দীর্ঘদিন ধরে গণহত্যা ও মানবিক বিপর্যয় চলছে, তখন এই দেশগুলো কেমন করে নীরব থাকতে পারে?”

প্রেসিডেন্ট লুলা তিন দিনের সরকারি সফরে বর্তমানে কুয়ালালামপুরে রয়েছেন। ২০২৩ সালের জানুয়ারিতে পুনরায় ক্ষমতায় ফেরার পর তার এটিই প্রথম মালয়েশিয়া সফর। আসিয়ান সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে তার।

অন্যদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, লুলা এমন একজন নেতা যিনি শ্রমজীবী মানুষের মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও মানবিকতার পক্ষে কথা বলেন। গাজার মানুষের দুঃখ-দুর্দশা অবসান ও জলবায়ু সংকটে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে তার আহ্বান প্রশংসনীয়।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আনোয়ার বলেন, আমরা বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, খাদ্য ও কৃষি প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতি এবং উচ্চপ্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত