আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এয়ারবাস প্রত্যাহারের তালিকায় আরব আমিরাতের ১০০টিরও বেশি বিমান

আতিকুর রহমান নগরী

এয়ারবাস প্রত্যাহারের তালিকায় আরব আমিরাতের ১০০টিরও বেশি বিমান
ছবি সংগৃহীত।

ইউরোপের বিমান নির্মাতা এয়ারবাস তাদের বহুল ব্যবহৃত এ৩২০ সিরিজের প্রায় ৬,০০০ জেট বিমানের মেরামতের নির্দেশ দিয়েছে। এর ফলে বিশ্বব্যাপী মোট বহরের অর্ধেকেরও বেশি বিমান পরিদর্শন বা প্রত্যাহারের আওতায় এসেছে। এয়ারবাস প্রত্যাহারের এই ঘোষণায় সংযুক্ত আরব আমিরাতের ১০০টিরও বেশি বিমান রয়েছে। রোববার(৩০ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি (জিসিএএ) এমনটি জানিয়েছে।

খালিজ টাইমেসর প্রতিবেদনে এসেছে, প্রত্যাহারের কারণে সংযুক্ত আরব আমিরাতে ফ্লাইটে এখনো কোনো ব্যাঘাত ঘটেনি। কারণ এ৩২০ সিরিজ পরিচালনাকারী সংস্থাগুলো জরুরি উড্ডয়ন নির্দেশিকা সম্পূর্ণরূপে মেনে নিরাপদে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এয়ারবাসের জারি করা নির্দেশনা অনুযায়ী এ৩১৯, এ৩২০ ও এ৩২১ মডেলের বিমানে প্রয়োজনীয় মেরামত ও পরিদর্শন কার্যক্রম চলছে।

বিমান বিশ্লেষণ সংস্থা সিরিয়ামের তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের এয়ার এরাবিয়া ও ইতিহাদ এয়ারওয়েজ মিলে মোট ১০৬টি এয়ারবাস এ৩২০ পরিবারের বিমান পরিচালনা করছে। এর মধ্যে ইতিহাদের রয়েছে ৩৯টি এবং এয়ার এরাবিয়া ও এয়ার এরাবিয়া আবুধাবির বহরে রয়েছে ৬৭টি বিমান।

জিসিএএ জানিয়েছে, সংশ্লিষ্ট সব অপারেটরই নির্দেশনা অনুসরণ করে নিরাপদ ও নির্বিঘ্ন ফ্লাইট পরিচালনা বজায় রাখতে সক্ষম হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...