আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চলমান পরিস্থিতিতে তেহরান দূতাবাসের কার্যক্রম স্থগিত করল অস্ট্রেলিয়া

আতিকুর রহমান নগরী

চলমান পরিস্থিতিতে তেহরান দূতাবাসের কার্যক্রম স্থগিত করল অস্ট্রেলিয়া
ছবি সংগৃহীত

ইরানে চলমান সংঘাতের মধ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির হওয়ায় তেহরানে তাদের দূতাবাসের কার্যক্রম স্থগিত করছে অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং বলেছেন, ‘বর্তমান পরিস্থিতির কারণে আমাদের কনস্যুলার সেবা দেয়ার ক্ষমতা অত্যন্ত সীমিত। আকাশসীমাও এখন বন্ধ।’

বিবিসি জানিয়েছে, অস্ট্রেলিয়া তাদের সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ইরান ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

কনস্যুলার কর্মীদের কাছের দেশ আজারবাইজানে স্থানান্তর করা হচ্ছে।

ওয়ং জানান, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ওই অঞ্চলে থেকেই সরকারের সংকট-সংশ্লিষ্ট কার্যক্রমে সহায়তা করবেন।

ইরানে অবস্থানরত কমপক্ষে দেড় হাজারে মতো অস্ট্রেলিয়ান ও তাদের পরিবার ইরান ছাড়ার জন্য সহায়তা চেয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...