আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মিয়ানমারে শোকসভায় জান্তার বিমান হামলা, নিহত ২১

আমার দেশ অনলাইন

মিয়ানমারে শোকসভায় জান্তার বিমান হামলা, নিহত ২১
ছবি: সংগৃহীত।

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যের ভামো শহরসংলগ্ন একটি গ্রামে সামরিক জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ২৮ জন। নিহতদের মধ্যে বাস্তুচ্যুত মানুষও রয়েছেন বলে জানিয়েছে একটি জাতিগত বিদ্রোহী গোষ্ঠী ও স্থানীয় গণমাধ্যম।

জাতিগত কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ)-এর মুখপাত্র কর্নেল নাও বু জানান, বৃহস্পতিবার বিকেলে ভামোর পশ্চিমে অবস্থিত হটিলিন গ্রামে এ হামলা চালানো হয়। হামলার সময় গ্রামটিতে নিহতদের জন্য প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন চলছিল।

বিজ্ঞাপন

নাও বু বলেন, একটি জেট বিমান শোকসভা প্রাঙ্গণ, বাস্তুচ্যুতদের একটি শিবির, একটি স্কুল এবং গ্রামের বাজার লক্ষ্য করে বোমা হামলা চালায়। ওই সময় গ্রামটিতে বাস্তুচ্যুত বাসিন্দাসহ প্রায় ৫০০ মানুষ অবস্থান করছিলেন। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে ব্যাপক অস্থিরতা চলছে। শান্তিপূর্ণ আন্দোলন দমনে প্রাণঘাতী শক্তি ব্যবহারের পর অনেক বিরোধী গোষ্ঠী অস্ত্র ধরতে বাধ্য হয়। বর্তমানে দেশের বড় অংশে সংঘর্ষ চলছে।

বেসরকারি সংস্থাগুলোর সংকলিত তথ্য অনুযায়ী, সামরিক অভ্যুত্থানের পর থেকে নিরাপত্তা বাহিনীর হাতে ৭ হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

সাম্প্রতিক সময়ে সামরিক সরকার গণতন্ত্রপন্থী পিপলস ডিফেন্স ফোর্স এবং জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা জোরদার করেছে। কেআইএ এসব বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে অন্যতম এবং তারা গণতন্ত্রপন্থী বাহিনীর সঙ্গে জোটবদ্ধভাবে লড়াই করছে।

ভামো শহরটি মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে প্রায় ২৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। রোববার সেখানে সামরিক সরকারের ঘোষিত তৃতীয় ও শেষ দফার নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে কর্নেল নাও বু বলেন, কেআইএ ও তাদের মিত্র বাহিনী শহরের উপকণ্ঠের নিয়ন্ত্রণ নেওয়ায় সেখানে নির্বাচন আয়োজন সম্ভব হবে না।

সূত্র: এসেসিয়েটেড প্রেস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন