ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়া শুরু

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৬: ০৩
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৬: ০৮
ছবি: বিবিসি

ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়া শুরু করেছে ইসরাইল সরকার। যুদ্ধবিরতি চুক্তির আওতায় তাদের মুক্তি দেয়া হচ্ছে। ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাস এরইমধ্যে পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে। প্রায় দুই হাজার বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল। খবর আল জাজিরার।

এরআগে, ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাস দক্ষিণ ইসরাইলের নেগেভ কারাগার থেকে গাজার উদ্দেশে ছেড়ে যায়।

বিজ্ঞাপন

যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরাইলি কারাগারে বন্দি ১ হাজার ৯৫০ জন ফিলিস্তিনিকে ফেরত দেয়া হয়েছে। তাদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। বন্দিদের মধ্যে ২২ শিশুও রয়েছে। শুক্রবার ইসরাইলি বিচার মন্ত্রণালয় মুক্তিপ্রাপ্ত বন্দিদের নাম প্রকাশ করে।

ভোর থেকে কয়েক বন্দিদের পরিবার প্রিয়জনের মুক্তির জন্য অপেক্ষায় আছে। পরিকল্পনা অনুসারে, প্রায় ১০০ জন বন্দিকে পশ্চিম তীরে মুক্তি দেয়া হচ্ছে। বাকিদের গাজা বা মিশরে নির্বাসনের জন্য নির্ধারণ করা হয়েছে। অল্প সংখ্যক বন্দিকে পূর্ব জেরুজালেমে নেয়া হবে।

এরইমধ্যে ইসরাইলের ২০ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতি চুক্তির আওতায় আন্তর্জাতিক রেডক্রস কমিটির কাছে তাদের হস্তান্তর করা হয়। সকালে প্রথম দফায় সাতজনকে মুক্তি দেয়া হয়েছিল। এরপর দ্বিতীয় ধাপে বাকীদের মুক্তি দেয়া হয়।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল১২ জানায়, সাতজন জিম্মিকে সকালে আইসিআরসি দলের কাছে হস্তান্তর করা হয়। সবমিলিয়ে ২০ জন জীবিত ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত