
আমার দেশ অনলাইন

জাপানের উত্তর উপকূলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই ইওয়াতে প্রদেশের উপকূলীয় এলাকায় হালকা মাত্রার সুনামি দেখা দেয়। স্থানীয় সময় রোববার সন্ধ্যার দিকে এই ভূমিকম্প ও সুনামি অনুভূত হয় বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ)।
জেএমএ জানায়, বিকেল ৫টা ৩৭ মিনিটে ইওয়াতের মিয়াকো এলাকায় প্রথম সুনামির আঘাত আসে। তবে ঢেউয়ের উচ্চতা এতটাই কম ছিল যে, তা পরিমাপ করা সম্ভব হয়নি। দুই মিনিট পর ওফুনাতো উপকূলে ১০ সেন্টিমিটার উচ্চতার আরেকটি ঢেউ আঘাত হানে।
এর আগে বিকেল ৫টা ৩ মিনিটে ইওয়াতে উপকূলের কাছাকাছি এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই এক মিটার উচ্চতার সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করে জেএমএ। অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৮।
জেএমএ আরও জানায়, মূল ভূমিকম্পের পর ৫ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৩ মাত্রার বেশ কয়েকটি পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপানের রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচারে সমুদ্রের শান্ত দৃশ্য দেখা গেছে।
একই দিনে সকালেও একই অঞ্চলে অন্তত ছয়টি ভূমিকম্প হয়েছে, যার মাত্রা ছিল ৪ দশমিক ৮ থেকে ৫ দশমিক ৮ এর মধ্যে। তবে সেগুলোর পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
উল্লেখ্য, ২০১১ সালে এই একই অঞ্চল ভয়াবহ ৯ মাত্রার ভূমিকম্প ও সুনামির মুখোমুখি হয়েছিল। সেই ঘটনায় প্রায় ১৮ হাজার ৫০০ মানুষ নিহত বা নিখোঁজ হন এবং ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান প্রশান্ত মহাসাগরের চারটি প্রধান ভূতাত্ত্বিক ফলকের সংযোগস্থলে অবস্থিত। প্রতি বছর দেশটিতে গড়ে দেড় হাজারের বেশি ভূমিকম্প ঘটে, যার বেশিরভাগই হালকা বা মাঝারি মাত্রার হয়।
এএফপি
এসআর/

জাপানের উত্তর উপকূলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই ইওয়াতে প্রদেশের উপকূলীয় এলাকায় হালকা মাত্রার সুনামি দেখা দেয়। স্থানীয় সময় রোববার সন্ধ্যার দিকে এই ভূমিকম্প ও সুনামি অনুভূত হয় বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ)।
জেএমএ জানায়, বিকেল ৫টা ৩৭ মিনিটে ইওয়াতের মিয়াকো এলাকায় প্রথম সুনামির আঘাত আসে। তবে ঢেউয়ের উচ্চতা এতটাই কম ছিল যে, তা পরিমাপ করা সম্ভব হয়নি। দুই মিনিট পর ওফুনাতো উপকূলে ১০ সেন্টিমিটার উচ্চতার আরেকটি ঢেউ আঘাত হানে।
এর আগে বিকেল ৫টা ৩ মিনিটে ইওয়াতে উপকূলের কাছাকাছি এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই এক মিটার উচ্চতার সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করে জেএমএ। অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৮।
জেএমএ আরও জানায়, মূল ভূমিকম্পের পর ৫ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৩ মাত্রার বেশ কয়েকটি পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপানের রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচারে সমুদ্রের শান্ত দৃশ্য দেখা গেছে।
একই দিনে সকালেও একই অঞ্চলে অন্তত ছয়টি ভূমিকম্প হয়েছে, যার মাত্রা ছিল ৪ দশমিক ৮ থেকে ৫ দশমিক ৮ এর মধ্যে। তবে সেগুলোর পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
উল্লেখ্য, ২০১১ সালে এই একই অঞ্চল ভয়াবহ ৯ মাত্রার ভূমিকম্প ও সুনামির মুখোমুখি হয়েছিল। সেই ঘটনায় প্রায় ১৮ হাজার ৫০০ মানুষ নিহত বা নিখোঁজ হন এবং ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান প্রশান্ত মহাসাগরের চারটি প্রধান ভূতাত্ত্বিক ফলকের সংযোগস্থলে অবস্থিত। প্রতি বছর দেশটিতে গড়ে দেড় হাজারের বেশি ভূমিকম্প ঘটে, যার বেশিরভাগই হালকা বা মাঝারি মাত্রার হয়।
এএফপি
এসআর/

আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হলেও সংলাপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান। তবে দেশটি বলেছে, তাদের মূল নিরাপত্তা উদ্বেগ— আফগান ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ— আগে সমাধান করতে হবে।
১ ঘণ্টা আগে
দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়টি রোববার সন্ধ্যার দিকে ফিলিপাইনের উত্তরাঞ্চলে স্থলভাগে আঘাত হানবে। বর্তমানে এটি ঘণ্টায় প্রায় ১৮৫ কিলোমিটার (১১৫ মাইল) বেগে প্রবাহিত হচ্ছে, এবং দমকা বাতাসের বেগ পৌঁছাতে পারে ২৩০ কিলোমিটার (১৪৩ মাইল) পর্যন্ত।
২ ঘণ্টা আগে
সুদানের চলমান সংঘাত প্রসঙ্গে এরদোয়ান বলেন, “আমরা দর্শক নই। সুদানে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে তুরস্ক তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।” তিনি বলেন, “তুরস্ক কেবল দর্শক হয়ে থাকতে পারে না; শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে আমরা সবসময় এগিয়ে আসি।”
৩ ঘণ্টা আগে
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার এক খামারের ৪০০ উটপাখি হত্যার অনুমতি দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার আদালত কানাডিয়ান ফুড ইন্সপেকশন এজেন্সি (CFIA)-এর পক্ষে রায় দিলে খামারটির ‘সম্পূর্ণ জনসংখ্যা হ্রাস’ বা গণহারে নিধন কার্যক্রম চালানোর পথ খুলে যায়। আদালত রায়ে জানায়, বার্ড ফ্লু কারণে এই উটপাখির
৩ ঘণ্টা আগে