আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১২ হাজার সেনার মরদেহ বিনিময় করবে রাশিয়া-ইউক্রেন

ঢাবি সংবাদদাতা
১২ হাজার সেনার মরদেহ বিনিময় করবে রাশিয়া-ইউক্রেন
ছবি: সংগৃহীত

তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত শান্তি সংলাপে যুদ্ধে নিহত ৬ হাজার করে মোট ১২ হাজার সেনার মরদেহ বিনিময়ে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। পাশাপাশি উভয় বাহিনীর ১ হাজারের বেশি বন্দি সেনাকে ছেড়ে দেওয়ার বিষয়েও একমত হয়েছে দেশ দুটি। বাস্তবায়ন হলে এটিই হবে যুদ্ধকালীন সবচেয়ে বড় যুদ্ধবন্দি ও মরদেহ বিনিময় সমঝোতা।

গত মে থেকে ইস্তাম্বুলে শান্তি সংলাপ শুরু করেছেন দুই দেশের সরকারি প্রতিনিধিরা। সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ। ইস্তাম্বুলে ইউক্রেনের যে প্রতিনিধিদলটি অবস্থান করছে, সেটির নেতৃত্ব দিচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আমরা ‘অল-ফর-অল’ নীতির আওতায় উভয় পক্ষের গুরুতর আহত ও অসুস্থ সব সেনাদের মুক্তি দিতে সম্মত হয়েছি। এছাড়া ১৮ থেকে ২৫ বছর বয়সী সব সেনাকে মুক্তি দেওয়া হবে।এছাড়া উভয়পক্ষ ৬ হাজার করে মোট ১২ হাজার সেনার মৃতদেহ বিনিময়ে সমঝোতা হয়েছে। আমরা এই যুদ্ধের জেরে যারা বন্দি হয়েছে এবং ইউক্রেনের যেসব শিশু অপহরণের শিকার হয়েছে— তারা সবাই যেন শিগগিরই মুক্তি পায়।”

ইস্তাম্বুলে রুশ প্রতিনিধি দলের প্রধান এবং বর্তমানে পুতিনের সহকারী ভ্লাদিমির মেডিনস্কি সংবাদ সম্মেলনে বলেন, “আমরা এযাবৎকালের সবচেয়ে বড় যুদ্ধবন্দি ও মরদেহ বিনিময় সমঝোতায় পৌঁছেছি। ‘অল-ফর-অল’ নীতির আওতায় প্রথম ধাপে ৬ হাজার করে মৃত সেনা এবং গুরুতর আহত ও অসুস্থ সব সেনাকে মুক্তি দেওয়া হবে। পরের ধাপে উভয়পক্ষের ১৮ থেকে ২৫ বছর বয়সী সব যুদ্ধবন্দি সেনা মুক্তি পাবে। এই সংখ্যাটি ১ হাজার জনের বেশি।”

ভ্লাদিমির মেডিনস্কি বলেন “শুধু তাই নয়, আত্মীয়-স্বজনরা যেন মৃতদেহ এবং আহত ও অসুস্থ সেনাদের রিসিভ করতে আসতে পারেন, সেজন্য আমরা দুই অথবা তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছি এবং কিয়েভ তাতে সম্মতি দিয়েছে। আমাদের সমঝোতা চূড়ান্ত হয়েছে, খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে,” বলেছেন মেডিনস্কি। সূত্র: আনাদোলু এজেন্সি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন