নাগরিকদের ইসরাইল ছাড়ার নির্দেশ চীনা দূতাবাসের

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ১১: ৩৭

ইসরাইলে থাকা চীনা নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে বেইজিং দূতাবাস। ইসরাইল ও ইরানের মধ্যে তীব্র সংঘাতের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার এক বিবৃতিতে চীনা দূতাবাস উইচ্যাটে এ আহ্বান জানায়।

রয়টার্স জানায়, ইসরাইলে থাকা চীনা নাগরিকদের নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যত দ্রুত সম্ভব স্থল সীমান্ত দিয়ে দেশটি ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ইরানের হামলার কারণে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় এ নির্দেশনা দিলো বেইজিং। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলের আকাশপথ বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

চীনা দূতাবাসের বিবৃতিতে আরো বলা হয়, ‘ইসরাইলের সঙ্গে ইরানি সংঘাত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে। যা নিরাপত্তা পরিস্থিতিকে আরো গুরুতর করে তুলছে।’

বিবৃতিতে চীনা নাগরিকদের জর্ডানের দিকে স্থলপথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার পঞ্চম দিনে গড়িয়েছে ইসরাইল-ইরান সংঘাত। দু’পক্ষই হামলা পাল্টা হামলা চালাচ্ছে।

ইসরাইলের কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রাতে তেলআবিব, হাইফা ও আরও কয়েকটি শহরের আবাসিক এলাকায় ইরানি হামলায় আটজন নিহত হয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় ও দেশটির গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ৩০০ আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইরান জানায়, শুক্রবার ইসরাইল হামলা শুরু করার পর থেকে দেশটিতে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

আরএ

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত