রাশিয়ার আশপাশে পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১১: ০৮
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১১: ০৯

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের হুমকির জবাবে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

রয়টার্স জানায়, ট্রাম্প স্পষ্ট করে সাবমেরিন মোতায়েনের নির্দিষ্ট স্থান উল্লেখ না করলেও বলেছেন, এটি মেদভেদেভের ‘উসকানিমূলক ও বোকামিপূর্ণ’ মন্তব্যের প্রতিক্রিয়া। ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই কথাগুলো গুরুতর এবং তা অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকে যেতে পারে। যদিও আমি আশা করি, এমন কিছু ঘটবে না।”

রয়টার্স আরও জানায়, ইউক্রেন যুদ্ধ ইস্যুতে যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে ১০-১২ দিনের সময় দিয়েছিলেন ট্রাম্প। এ নিয়ে মেদভেদেভ একাধিকবার ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, মস্কো নিজস্ব শর্তেই সিদ্ধান্ত নেবে। পাল্টা প্রতিক্রিয়ায় ট্রাম্প ‘কথার লাগাম টানার’ আহ্বান জানালে, মেদভেদেভ তাকে ‘আল্টিমেটামের খেলা খেলছেন’ বলে আক্রমণ করেন এবং রাশিয়ার পারমাণবিক সক্ষমতার বিষয়ে সতর্ক করে দেন।

বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি হুমকি ও ট্রাম্পের সামরিক পদক্ষেপ দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত