আন্তর্জাতিক ডেস্ক
তুরস্ক ও জর্জিয়া আঞ্চলিক শান্তি ও সহযোগিতা জোরদারে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ঘোষণা দিয়েছে। বুধবার তুরস্কের গণমাধ্যম হুররিয়েত ডেইলি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আঙ্কারায় বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও জর্জিয়ার প্রেসিডেন্ট মিখেইল কাভেলাশভিলি এক যৌথ সংবাদ সম্মেলনে এ অঙ্গীকার ব্যক্ত করেন।
এরদোয়ান বলেন, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে দ্বিপাক্ষিক বাণিজ্য ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং তা দ্রুত ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি বাকু–তিবলিসি–কার্স রেলপথকে “মিডল করিডোর”-এর প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করে বলেন, এ প্রকল্প আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন করেছে।
প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে তুরস্ক–আজারবাইজান–জর্জিয়ার ত্রিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করার পরিকল্পনার কথা জানান এরদোয়ান। পাশাপাশি শিগগির ত্রিপক্ষীয় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক এবং সংসদীয় স্পিকারদের সম্মেলন আয়োজনের পরিকল্পনাও তুলে ধরেন তিনি। ব্ল্যাক সি, ককেশাস, ইউক্রেন যুদ্ধ ও গাজা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়।
আহিস্কা তুর্কদের ১৯৪৪ সালের নির্বাসনের প্রসঙ্গ উল্লেখ করে এরদোয়ান বলেন, তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে তুরস্ক সর্বাত্মক সহায়তা দেবে। তিনি জানান, এ প্রক্রিয়া তুরস্কের জন্য একটি মানবিক দায়িত্ব।
জর্জিয়ার প্রেসিডেন্ট কাভেলাশভিলি তুরস্কের ভূ-রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে বলেন, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে তুরস্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জর্জিয়ার সার্বভৌমত্ব রক্ষায় তুরস্কের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। কাভেলাশভিলি আশা প্রকাশ করেন, শিগগির জর্জিয়ায় উচ্চপর্যায়ের ‘স্ট্র্যাটেজিক কো-অপারেশন কাউন্সিল’ বৈঠক অনুষ্ঠিত হবে, যা দুই দেশের সম্পর্ককে আরও গভীর করবে।
তিনি আরও বলেন, আজারবাইজান–আর্মেনিয়া শান্তি প্রক্রিয়ায় জর্জিয়া সক্রিয় ভূমিকা রাখবে এবং তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে মিলে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে যৌথ উদ্যোগ অব্যাহত থাকবে। এই ত্রিপক্ষীয় মডেলকে তিনি আঞ্চলিক শান্তির জন্য একটি সফল উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
তুরস্ক ও জর্জিয়া আঞ্চলিক শান্তি ও সহযোগিতা জোরদারে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ঘোষণা দিয়েছে। বুধবার তুরস্কের গণমাধ্যম হুররিয়েত ডেইলি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আঙ্কারায় বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও জর্জিয়ার প্রেসিডেন্ট মিখেইল কাভেলাশভিলি এক যৌথ সংবাদ সম্মেলনে এ অঙ্গীকার ব্যক্ত করেন।
এরদোয়ান বলেন, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে দ্বিপাক্ষিক বাণিজ্য ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং তা দ্রুত ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি বাকু–তিবলিসি–কার্স রেলপথকে “মিডল করিডোর”-এর প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করে বলেন, এ প্রকল্প আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন করেছে।
প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে তুরস্ক–আজারবাইজান–জর্জিয়ার ত্রিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করার পরিকল্পনার কথা জানান এরদোয়ান। পাশাপাশি শিগগির ত্রিপক্ষীয় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক এবং সংসদীয় স্পিকারদের সম্মেলন আয়োজনের পরিকল্পনাও তুলে ধরেন তিনি। ব্ল্যাক সি, ককেশাস, ইউক্রেন যুদ্ধ ও গাজা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়।
আহিস্কা তুর্কদের ১৯৪৪ সালের নির্বাসনের প্রসঙ্গ উল্লেখ করে এরদোয়ান বলেন, তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে তুরস্ক সর্বাত্মক সহায়তা দেবে। তিনি জানান, এ প্রক্রিয়া তুরস্কের জন্য একটি মানবিক দায়িত্ব।
জর্জিয়ার প্রেসিডেন্ট কাভেলাশভিলি তুরস্কের ভূ-রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে বলেন, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে তুরস্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জর্জিয়ার সার্বভৌমত্ব রক্ষায় তুরস্কের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। কাভেলাশভিলি আশা প্রকাশ করেন, শিগগির জর্জিয়ায় উচ্চপর্যায়ের ‘স্ট্র্যাটেজিক কো-অপারেশন কাউন্সিল’ বৈঠক অনুষ্ঠিত হবে, যা দুই দেশের সম্পর্ককে আরও গভীর করবে।
তিনি আরও বলেন, আজারবাইজান–আর্মেনিয়া শান্তি প্রক্রিয়ায় জর্জিয়া সক্রিয় ভূমিকা রাখবে এবং তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে মিলে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে যৌথ উদ্যোগ অব্যাহত থাকবে। এই ত্রিপক্ষীয় মডেলকে তিনি আঞ্চলিক শান্তির জন্য একটি সফল উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
ভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
২১ মিনিট আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৩৩ মিনিট আগেগাজায় সাফল্য অর্জনের জন্য যে অনুকূল পরিস্থিতি পেয়েছিল ট্রাম্পের প্রধান কূটনৈতিক মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও তার দল, সেটা ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে তৈরি করা কঠিন হতে পারে, কারণ এই যুদ্ধ প্রায় চার বছর ধরে চলছে।
১ ঘণ্টা আগেইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে যে, তারা মঙ্গলবার গভীর রাতে ব্রায়ানস্ক সীমান্ত অঞ্চলে একটি রাশিয়ান রাসায়নিক কারখানায় যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে।
১ ঘণ্টা আগে