কাতারের দেয়া উড়োজাহাজ গ্রহণ করে সমালোচনার মুখে ট্রাম্প

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৩ মে ২০২৫, ১৯: ৪২
আপডেট : ২৩ মে ২০২৫, ২০: ০৮

কাতারের রাজ পরিবারের পক্ষ থেকে উপহার হিসেবে একটি বিলাসবহুল উড়োজাহাজ গ্রহণ করে মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প নানা সমালোচনার সম্মুখীন হচ্ছেন।

হোয়াইট হাউসের কর্মকর্তারা এই উপহার পাওয়াকে আইনসম্মত বলে ঘোষণা দিলেও রাজনৈতিক প্রতিপক্ষদের সমালোচনার মুখে আছেন ট্রাম্প। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিপক্ষ ডেমোক্রেটিক দলের হিলারি ক্লিনটন বলেছেন, কেউই ৪০০ মিলিয়ন ডলারের একটি উড়োজাহাজ বিনামূল্যে দেয় না। এর বিনিময়ে কিছু না কিছু প্রত্যাশা অবশ্যই থাকে। শুধু বিরোধী পক্ষ না, ট্রাম্পের নিজের দলের অনেক নেতাও এ ব্যাপারে তার সমালোচনা করছেন।

রিপাবলিকান পার্টির সিনেটর র‌্যান্ড পল সম্প্রতি ফক্স নিউজকে বলেন, ঠিক-ভুলের আলাপ পরে। দেখতে যে অনৈতিক মনে হচ্ছে, সেটা চিন্তা করেই উপহারটা নেওয়া উচিত হয়নি।

এর আগে বুধবার পেন্টাগন আনুষ্ঠানিকভাবে এ বিষয়টি নিশ্চিত করেছে, তারা উপহার হিসেবে ড়োজাহাজ বোয়িং ৭৪৭ পেয়েছে। প্রেসিডেন্টের পরিবহনের উপযোগী এয়ার ফোর্স ওয়ান উড়োজাহাজে রূপান্তর করতে এতে কিছু পরিবর্তন আনবে বিমান বাহিনী।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকালে গত ১১ মে মার্কিন গণমাধ্যম প্রথম জানায়, কাতারের রাজ পরিবারের কাছ থেকে এই উড়োজাহাজটি গ্রহণ করতে যাচ্ছেন ট্রাম্প। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, কাতার উপহার হিসেবে এটা দিচ্ছে। গ্রহণ না করাটা বোকামি হবে।

তিনি আরও জানান, উড়োজাহাজটি তাকে না, বরং প্রতিরক্ষা বিভাগকে দেয়া হচ্ছে। কার্যালয় ছেড়ে যাওয়ার পর তিনি এটি আর ব্যবহার করবেন না বলেও দাবি করেন।

বিষয়:

কাতার
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত