ভেনেজুয়েলায় চাপে থাকা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বুধবার যুক্তরাষ্ট্রের প্রতি তার দেশে হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছেন। ক্যারিবীয় উপকূলে মার্কিন নৌবাহিনীর বৃহৎ উপস্থিতি এবং সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।
কারাকাসে সমর্থকদের উদ্দেশে মাদুরো বলেন, “ভেনেজুয়েলা থেকে আমরা যুক্তরাষ্ট্র সরকারের অবৈধ ও নৃশংস হস্তক্ষেপবাদী কার্যক্রমের অবসান দাবি জানাচ্ছি।” এ বক্তব্যটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার উপকূল থেকে একটি বড় তেলবাহী ট্যাঙ্কার জব্দের ঘোষণা দেওয়ার পর আসে। খবর এএফপির।
এর কয়েক ঘণ্টা আগে নরওয়ের অসলোতে ভেনেজুয়েলার প্রধান বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়।
যুক্তরাষ্ট্র ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে শক্তিশালী নৌবহর মোতায়েন করেছে, যাকে তারা মাদকবিরোধী অভিযান বলে দাবি করছে। কিন্তু মাদুরো মনে করছেন—এটি তাকে ক্ষমতাচ্যুত করা এবং ভেনেজুয়েলার তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার ষড়যন্ত্র।
সেপ্টেম্বর থেকে মার্কিন বাহিনীর কথিত মাদকবাহী নৌকায় হামলায় অন্তত ৮৭ জন নিহত হয়েছে—এদের অনেকেই জেলে, বলে দাবি করেছে নিহতদের পরিবার ও সংশ্লিষ্ট সরকারগুলো।
মাদুরো বলেন, “আমরা হস্তক্ষেপবাদ চাই না, শাসন পরিবর্তনের গোপন পরিকল্পনাও চাই না। যুক্তরাষ্ট্র সরকার তাদের নিজের দেশ নিয়েই ব্যস্ত থাকুক।”
এদিকে, মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কারগুলো ক্যারিবীয় সাগরে চলাচল অব্যাহত রেখেছে। পর্যবেক্ষকদের মতে, এসব চালানের প্রধান গন্তব্য চীন—যেখানে ভেনেজুয়েলার তেলের বিপুল চাহিদা রয়েছে।
এসআর

