আন্তর্জাতিক ডেস্ক
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে দেশটির জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)—এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
সোমবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, রাখাইনের নিয়ন্ত্রিত এলাকায় রোহিঙ্গাদের চলাচলে কড়াকড়ি আরোপ, বাড়ি-ঘর লুটপাট, খামারে জোরপূর্বক শ্রম, আটক ও নির্যাতন এবং বাহিনীতে জোর করে ভর্তি করানো হচ্ছে।
এইচআরডব্লিউ জানায়,২০২৩ সালের নভেম্বর থেকে মিয়ানমার সেনাবাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে কয়েকটি এলাকা দখল করে নেয় আরাকান আর্মি। তখন তারা অংশগ্রহণমূলক ও ন্যায্য শাসনের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে রোহিঙ্গারা আরও নিপীড়নের শিকার হয়েছেন বলে জানায় এইচআরডব্লিউ। সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক এলেইন পিয়ারসন বলেন, “আরাকান আর্মিও এখন মিয়ানমার সেনাবাহিনীর মতোই বৈষম্যমূলক ও দমনমূলক নীতি অনুসরণ করছে।”
বুথিডং থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের বক্তব্যে উঠে এসেছে যে, তাদের অনুমতি ছাড়া মাছ ধরা, কৃষিকাজ বা চলাচলও নিষিদ্ধ ছিল। খাবারের তীব্র সংকটে মানুষ একে অপরের কাছে ভিক্ষা করে দিন কাটাচ্ছে।
সংস্থাটি আরও জানায়, রোহিঙ্গা গ্রামবাসীদের জমি, গবাদিপশু, মাছ ধরার সরঞ্জাম এমনকি কবরস্থান দখল করেছে আরাকান আর্মি। একাধিক গ্রামবাসীর ভাষ্যমতে, ধানক্ষেতে দাফনের নির্দেশও দেওয়া হয়েছে।
এইচআরডব্লিউ বলছে, চলমান সংঘাতে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মি উভয় পক্ষই রোহিঙ্গাদের ওপর নির্বিচার সহিংসতা চালিয়েছে। মে ২০২৪ থেকে কক্সবাজারে নতুন করে ১ লাখ ২০ হাজারের বেশি রোহিঙ্গা শরণার্থী নিবন্ধিত হয়েছেন। তাদের অনেকেই কোনো সহায়তা পাননি।
সংস্থার মতে, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের ওপর জোর দিলেও এখনো সেখানে নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ গড়ে ওঠেনি। তাই জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এ নিয়ে আরও জোরালো ভূমিকা রাখতে হবে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে দেশটির জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)—এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
সোমবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, রাখাইনের নিয়ন্ত্রিত এলাকায় রোহিঙ্গাদের চলাচলে কড়াকড়ি আরোপ, বাড়ি-ঘর লুটপাট, খামারে জোরপূর্বক শ্রম, আটক ও নির্যাতন এবং বাহিনীতে জোর করে ভর্তি করানো হচ্ছে।
এইচআরডব্লিউ জানায়,২০২৩ সালের নভেম্বর থেকে মিয়ানমার সেনাবাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে কয়েকটি এলাকা দখল করে নেয় আরাকান আর্মি। তখন তারা অংশগ্রহণমূলক ও ন্যায্য শাসনের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে রোহিঙ্গারা আরও নিপীড়নের শিকার হয়েছেন বলে জানায় এইচআরডব্লিউ। সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক এলেইন পিয়ারসন বলেন, “আরাকান আর্মিও এখন মিয়ানমার সেনাবাহিনীর মতোই বৈষম্যমূলক ও দমনমূলক নীতি অনুসরণ করছে।”
বুথিডং থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের বক্তব্যে উঠে এসেছে যে, তাদের অনুমতি ছাড়া মাছ ধরা, কৃষিকাজ বা চলাচলও নিষিদ্ধ ছিল। খাবারের তীব্র সংকটে মানুষ একে অপরের কাছে ভিক্ষা করে দিন কাটাচ্ছে।
সংস্থাটি আরও জানায়, রোহিঙ্গা গ্রামবাসীদের জমি, গবাদিপশু, মাছ ধরার সরঞ্জাম এমনকি কবরস্থান দখল করেছে আরাকান আর্মি। একাধিক গ্রামবাসীর ভাষ্যমতে, ধানক্ষেতে দাফনের নির্দেশও দেওয়া হয়েছে।
এইচআরডব্লিউ বলছে, চলমান সংঘাতে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মি উভয় পক্ষই রোহিঙ্গাদের ওপর নির্বিচার সহিংসতা চালিয়েছে। মে ২০২৪ থেকে কক্সবাজারে নতুন করে ১ লাখ ২০ হাজারের বেশি রোহিঙ্গা শরণার্থী নিবন্ধিত হয়েছেন। তাদের অনেকেই কোনো সহায়তা পাননি।
সংস্থার মতে, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের ওপর জোর দিলেও এখনো সেখানে নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ গড়ে ওঠেনি। তাই জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এ নিয়ে আরও জোরালো ভূমিকা রাখতে হবে।
আরব সাগরে অভিযান চালিয়ে প্রায় এক বিলিয়ন ডলারের মাদক জব্দ করেছে পাকিস্তানের নৌবাহিনী। বুধবার (২২ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন যৌথ সামুদ্রিক জোট কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস (সিএমএফ)-এর অংশ হিসেবে পাকিস্তানি নৌবাহিনী এ অভিযান পরিচালনা করা হয়।
১৭ মিনিট আগেখামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্টে জানান, বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিয়ে আমেরিকার নানা প্রান্তে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছেন। যদি আপনি (ট্রাম্প) এতটাই সক্ষম হন, তবে বিক্ষোভকে দমন করুন।
১ ঘণ্টা আগেহোয়াইট হাউস দাবি করছে, এই প্রকল্পে সরকারি অর্থ ব্যবহার হবে না, বরং ভবিষ্যতের প্রশাসনগুলিও সুবিধা পাবে। তবে বিশেষজ্ঞদের মতে, বলরুমটি ভবিষ্যতে রাজনৈতিক ফান্ডরেইজিংয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে—যা সরকারি প্রভাবের বিনিময়ে অর্থ আদায়ের নতুন রূপ।
১ ঘণ্টা আগেগুগলের ক্রোমকে চ্যালেঞ্জ জানাতে নিজস্ব ওয়েব ব্রাউজার উন্মোচন করেছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। ওপেনএআই তাদের নতুন এই ব্রাউজারের নাম দিয়েছে ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’।
১ ঘণ্টা আগে