ব্রিটিশ রাজার দাতব্য সংস্থায় সালমানপুত্র দেন ‘আড়াই লাখ পাউন্ড’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১০: ১৩
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১০: ১৫

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের গড়া দাতব্য সংস্থা ব্রিটিশ এশিয়ান ট্রাস্টে ‘আড়াই লাখ পাউন্ড’ অনুদান দিয়েছেন সালমান এফ রহমানের ছেলে সায়ান এফ রহমান। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিদবেদনে বলা হয়েছে, ২০০৭ সালে ‘ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট’ গড়ে তুলেছিলেন তৎকালীন ব্রিটিশ রাজপুত্র তৃতীয় চার্লস। ২০১৮ সালে এ সংস্থা বাংলাদেশে কার্যক্রম শুরু করে। ওই বছর লন্ডনের বাকিংহাম প্যালেসে এক নৈশভোজের অনুষ্ঠানে সবার সামনে সায়ান রহমানের প্রশংসা করেছিলেন চার্লস। তিনি বলেছিলেন, ‘আমি শুধু এটুকুই বলতে পারি যে, সায়ান রহমান যে সহায়তা দিচ্ছেন, তার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ।’

বাংলাদেশের বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের বাংলাদেশ বিষয়ক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যানের সায়ান এফ রহমান ওই সংস্থায় ২ লাখ ৫০ হাজার পাউন্ড অনুদান দিয়েছিলেন। ভারতের ধনকুবের মুকেশ আম্বানিও এই সংস্থার উপদেষ্টা পরিষদে রয়েছেন।

চার্লসের দাতব্য সংস্থায় সায়ান এফ রহমানের দেওয়া অর্থ ভালো মনেই করে নেওয়া হয়েছিল। এশিয়ার বিভিন্ন প্রকল্পেই সেই অর্থ খরচ করা হয়েছে। আর ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের একজন মুখপাত্র বলেছেন, ‘সায়ান এফ রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, সে সম্পর্কে আমরা অবগত আছি এবং বাংলাদেশে এ বিষয়ে কী অগ্রগতি হচ্ছে, তার ওপরও আমরা নজর রাখছি।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত