ইউক্রেনে রাতভর রেকর্ড ড্রোন হামলা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১৩: ২২
ছবি: ফ্রান্স ২৪

ইউক্রেনের কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে ২৩ জন আহত হয়েছে। শুক্রবার ভোরে ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় রেলওয়ের অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং কিয়েভের বিভিন্ন স্থানে ভবন ও গাড়িতে আগুন ধরে যায়। শুক্রবার সংবাদমাধ্যম ফ্রান্স-২৪ এ তথ্য জানায়।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, শুক্রবার রাতে আট ঘণ্টার বেশি সময় ধরে বিমান হামলার সতর্কতা জারি ছিলো। রাশিয়া ইউক্রেণের ভূখণ্ড লক্ষ্য করে মোট ৫৩৯টি ড্রোন এবং ১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া এক পোস্টে বিমান বাহিনী জানায়, এই হামলার মূল লক্ষ্য ছিল ইউক্রেনের রাজধানী কিয়েভ। আহতদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিয়েভের ১০টি জেলার মধ্যে ছয়টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে হলোসিভস্কিতে একটি চিকিৎসা কেন্দ্রে আগুন ধরে যায়। শহরের উক্রজালিজন্তিসিয়া রেলওয়ে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভে রাশিয়ার বিমান হামলার তীব্রতা বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার টেলিফোনে ইউক্রেন ইস্যুতে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ফোনালাপে ইউক্রেনের যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় কোনো অগ্রগতি হয়নি। ক্রেমলিন বলছে, সংঘাতের মূল কারণগুলো সমাধানের জন্য চাপ অব্যাহত রাখা হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের সাথে কথোপকথনে আমি খুবই হতাশ।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘এই বিমান হামলা শান্তির প্রতি পুতিনের উপেক্ষার বহিঃপ্রকাশ।’

আজ শুক্রবার মার্কিন অস্ত্র সরবরাহের ট্রাম্পের সাথে জেলেনস্কির কথা বলার সম্ভাবনা রয়েছে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত