ইউক্রেনের লুহানস্কের পূর্ণ নিয়ন্ত্রণ নিলো রাশিয়া

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১৪: ৫৩
ছবি সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এলাকা লুহানস্কের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন একথা জানায়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে মস্কো। খবর রয়টার্সের।

২০১৪ সালে ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভূক্ত করার পর লুহানস্ক ইউক্রেনের প্রথম এলাকা যার পূর্ণ নিয়ন্ত্রণ নিলো রাশিয়া। লুহানস্কের আয়তন ২৬ হাজার ৭০০ বর্গকিলোমিটার।

বিজ্ঞাপন

২০২২ সালের সেপ্টেম্বরে পুতিন ঘোষণা করেছিলেন যে, লুহানস্কের পাশাপাশি আংশিক নিয়ন্ত্রিত দনেস্ক, খেরসন এবং জাপোরহিয়া রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত করা হচ্ছে। পশ্চিম ইউরোপীয় দেশগুলো রাশিয়ার এ পদক্ষেপকে অবৈধ হিসেবে বর্ণনা করে।

মস্কো’র নিয়োগ দেওয়া লুহানস্ক গণপ্রজাতন্ত্রের প্রধান লিওনিদ পাসেচনিক দেশটির রাষ্ট্রূীয় টেলিভিশনকে বলেন, ‘লুহানস্ক সম্পূর্ণরূপে মুক্ত হয়েছে। পুরো ১০০ শতাংশ এলাকা।’

তবে এ দাবির বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী অথবা ইউক্রেনের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এরআগে ইউক্রেন জানায় লুহানস্ক এবং ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত অন্যান্য অঞ্চলের ওপর রাশিয়ার দাবি ভিত্তিহীন এবং অবৈধ। এই অঞ্চলগুলোর ওপর রাশিয়ার সার্বভৌমত্বকে কখনই স্বীকৃতি দেবে না কিয়েভ।

রাশিয়া বলেছে যে অঞ্চলগুলো এখন রাশিয়ার অংশ এবং এই এলাকাগুলো কখনো ফেরত দেওয়া হবে না।

রাশিয়া ক্রিমিয়াকে সংযুক্ত করার পর, প্রতিবেশী দনেস্কের পাশাপাশি লুহানস্ক ছিল সংঘাতের মূল কেন্দ্রবিন্দু। রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী বাহিনী লুহানস্ক এবং দনেস্ক উভয় স্থানেই ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সাথে লড়াই করছে।

রাশিয়া ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রায় ১৯ শতাংশ নিয়ন্ত্রণ করে। যার মধ্যে রয়েছে লুহানস্ক, দনেস্ক, জাপোরহিয়া এবং খেরসন অঞ্চলের ৭০ শতাংশেরও বেশি এলাকা।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত