একদিনে ৭৮০ জন বন্দি বিনিময় রাশিয়া-ইউক্রেনের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১২: ৪৪

সমঝোতার মাধ্যমে একদিনে ৭৮০ জন যুদ্ধবন্দিতে মুক্তি দিয়েছে রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার ছাড়া পাওয়া এই যুদ্ধবন্দিদের অর্ধেক অর্থাৎ ৩৯০ জন ইউক্রেনের, বাকি অর্ধেক রাশিয়ার। উভয় দেশই ২৭০ জন করে সামরিক এবং ১২০ জন করে বেসামরিক বন্দিকে মুক্তি দিয়েছে। প্রায় সাড়ে তিন বছর ধরে চলা যুদ্ধে সর্বোচ্চ সংখ্যক যুদ্ধবন্দিকে মুক্তি দিল দেশ দুটি। বার্তাসংস্থা রয়টার্সে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি তুরস্কে দুদেশের প্রতিনিধিদের মধ্যে হওয়া সংলাপে যেসব সমঝোতা হয়েছে, তার আওতায় যুদ্ধবন্দিদের মুক্তি দেওয়া হয়। তুরস্কের বৈঠকে উভয় দেশের ৫০০ জন করে মোট এক হাজার যুদ্ধবন্দির মুক্তির ব্যাপারে সম্মত হয়েছিল রাশিয়া ও ইউক্রেন। তাদের মধ্যে শুক্রবার মুক্তি পেলেন ৭৮০ জন। শনিবার ও রোববার বাকি ২২০ জনকে মুক্তি দেওয়া হবে।

বিজ্ঞাপন

যুদ্ধবন্দিদের মুক্তির মূল মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, ‘মস্কো-কিয়েভ উভয়পক্ষের সমঝোতাকে স্বাগত। এই সমঝোতা কি অদূর ভবিষ্যতে আমাদেরকে বড় কোনো সুসংবাদের দিকে নিয়ে যাবে?’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত