ট্রাম্প-পুতিন ফোনালাপ

যুদ্ধবিরতির আলোচনায় প্রস্তুত রাশিয়া-ইউক্রেন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২০ মে ২০২৫, ১০: ২২
আপডেট : ২০ মে ২০২৫, ১০: ৩৩

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় দুই ঘণ্টা ফোনালাপ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অবিলম্বে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করবে রাশিয়া এবং ইউক্রেন। ফোনালাপ শেষে সোমবার এমনটায় দাবি করেছেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, রাশিয়া এবং ইউক্রেন 'অবিলম্বে' যুদ্ধবিরতি আলোচনা শুরু করবে, যা তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই ঘণ্টারও বেশি সময় ধরে কথা বলার পরই সম্ভব হয়েছে। যুদ্ধবিরতির দিকে অগ্রগতির আশায় ট্রাম্প ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গেও কথা বলেছেন বলে জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্রাম্প আরো বলেন, যুদ্ধ শেষ করার জন্য আলোচনার শর্তগুলো ঠিক করবে দুই পক্ষ। কারণ তারাই জানে আলোচনার প্রকৃত বিবরণ। অন্যদিকে জেলেনস্কি জোর দিয়ে বলেন, এই আলোচনা যেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় প্রতিনিধি নিয়েই হয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি নিজেকে সরিয়ে নেয়, তবে একমাত্র লাভবান হবেন পুতিন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তিনি ইউক্রেনের সঙ্গে একটি সম্ভাব্য শান্তি সমঝোতা নিয়ে আলোচনায় প্রস্তুত। তারা একটি শান্তি-সমঝোতার খসড়া প্রস্তুত করতে রাজি, যাতে “মীমাংসার নীতিমালা ও একটি সময়সীমা” নির্ধারণ থাকবে। এতে একটি নির্দিষ্ট সময়ের যুদ্ধবিরতির কথাও উল্লেখ থাকবে, যদি দুই পক্ষ ঐকমত্যে পৌঁছায়।

পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, নির্দিষ্ট যুদ্ধবিরতির সময়সীমা এখনো ঠিক হয়নি। তবে ট্রাম্প দ্রুত কোনো চুক্তি চাচ্ছেন।

ট্রাম্পের সঙ্গে আলাপের পর জেলেনস্কি জানিয়েছেন, তারা পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি চান। আর রাশিয়া যদি রাজি না হয়, তাহলে আরও কঠোর নিষেধাজ্ঞার প্রয়োজন রয়েছে। তিনি আগেই সতর্ক করে বলেছিলেন, ইউক্রেনকে বাদ দিয়ে যেন কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়। তার ভাষ্য, এটা আমাদের নীতিগত বিষয়।

জেলেনস্কি বলেন, পুতিনের প্রস্তাবিত ‘মেমোরেন্ডাম’ সম্পর্কে ইউক্রেন এখনো বিস্তারিত কিছু জানে না। আমরা কোন কাগজপত্র হাতে পেলে, তখন নিজেদের অবস্থান পরিষ্কার করব।

AH

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত