ভেনেজুয়েলা রোববার জানিয়েছে যে তারা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও)-তে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার আকাশসীমাকে “সম্পূর্ণভাবে বন্ধ” বলে মন্তব্য করায় এটিকে “সার্বভৌমত্ব লঙ্ঘন” বলে অভিহিত করেছে ভেনেজুয়েলা।
ভেনেজুয়েলার পরিবহনমন্ত্রী রামোন আরাগুয়ায়ান সামাজিক মাধ্যমে বলেন, ট্রাম্পের আকাশসীমা সংক্রান্ত ঘোষণা ভেনেজুয়েলার সার্বভৌম অধিকারের উপর হস্তক্ষেপ। তিনি জানান, এ বিষয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করে আইসিএও-তে লিখিত অভিযোগপত্র পাঠানো হয়েছে।
তিনি বলেন, “এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কনভেনশনের সংযুক্তি ১৭ অনুযায়ী অবৈধ হস্তক্ষেপের শামিল। এটি মিথ্যা তথ্য ছড়িয়ে বিমান চলাচলের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে। তাছাড়া, যুক্তরাষ্ট্রের এমন ঘোষণা দেওয়ার কোনো ক্ষমতা নেই এবং এর কোনো আইনি ভিত্তিও নেই।”
আরাগুয়ায়ান আরও বলেন, ভেনেজুয়েলার আকাশসীমার ওপর নিয়ন্ত্রণের একমাত্র কর্তৃপক্ষ হলো জাতীয় বিমান চলাচল কর্তৃপক্ষ (আইএনএসি)। তিনি বলেন, “কোনো বিদেশি শক্তি কোনোভাবেই ভেনেজুয়েলার এখতিয়ারকে প্রতিস্থাপন করতে পারে না।”
স্থানীয় গণমাধ্যম জানায়, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার ওপেক-এর কাছেও একটি চিঠি পাঠিয়েছে, যেখানে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম বিশ্ব জ্বালানি বাজারের স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে বলে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে ভেনিজুয়েলা তাদের প্রাকৃতিক জ্বালানি সম্পদ রক্ষার দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করে জানিয়েছে যে দেশটি কোনো চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না।
জাতীয় পরিষদের (এএন) সভাপতি হোর্হে রদ্রিগেসও ইস্যুটি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, “আমি আশা করি আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন এই ক্রমবর্ধমান আগ্রাসী পদক্ষেপ বন্ধে সহযোগিতা করতে, যা আন্তর্জাতিক জ্বালানি বাজারের ভারসাম্যকে হুমকির মুখে ফেলছে।”
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে মাদকবিরোধী অভিযানের নামে যেসব নৌযানকে লক্ষ্যবস্তু করছে, তাতে ভেনেজুয়েলার নাগরিকরা নিহত হয়েছে।
তিনি জানান, “এই বিষয় নিয়ে জাতীয় পরিষদের একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। কয়েক মিনিট আগে আমরা সেই ভেনেজুয়েলান পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছি, যাদের আত্মীয়রা ২ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের অবৈধ ও বেআইনি সামরিক অভিযানে বিচারহীনভাবে নিহত হয়েছে।”
সূত্র: আনাদোলু
এসআর

