আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাসপাতালে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা, যা জানালেন পাকিস্তানের তথ্যমন্ত্রী

আমার দেশ অনলাইন

হাসপাতালে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা, যা জানালেন পাকিস্তানের তথ্যমন্ত্রী
ছবি: জিও নিউজ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার। বৃহস্পতিবার জিও নিউজকে তিনি বলেন, ইমরান খানের স্বাস্থ্য নিয়ে তার দলের উদ্বেগের পরিপ্রেক্ষিতে তাকে কিছুক্ষণের জন্য হাসপাতালে নেওয়া হয়। ইমরান খান সুস্থ আছেন বলে জানান তিনি।

জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তারার বলেন, চক্ষু বিশেষজ্ঞরা প্রথমে আদিয়ালা কারাগারে পিটিআই প্রতিষ্ঠাতাকে পরীক্ষা করেন এবং আরো উন্নত চিকিৎসার জন্য তাকে হাসাপাতালে নেওয়ার পরামর্শ দেন।

বিজ্ঞাপন

চিকিৎসকদের সুপারিশের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রীকে হাসপাতালে নেওয়া হয় বলে জানান তারার।

তিনি বলেন, শনিবার হাসপাতালে ইমরানের চোখ আবার পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশাবলিসহ তাকে আদিয়ালা কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।

তথ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘তিনি (ইমরান খান) সম্পূর্ণ সুস্থ আছেন। যখনই প্রয়োজন হবে, জেলের নিয়ম মেনে সব বন্দির চিকিৎসাসুবিধা এবং বিশেষজ্ঞসেবা প্রদান করা হবে।’

এর আগে দলের প্রতিষ্ঠাতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার খবরের পর পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান গভীর উদ্বেগ প্রকাশ করেন। তার উদ্বেগের পর তথ্যমন্ত্রীর কাছ থেকে এই বিবৃতি এলো।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন