আন্তর্জাতিক ডেস্ক
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ইতোমধ্যে তার ৯৯ শতাংশ সম্পদ দান করার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, আগামী ২০ বছরে তার সম্পদের অধিকাংশ আফ্রিকার স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে ব্যয় করা হবে। খবর বিবিসির।
৬৯ বছর বয়সী গেটস বলেন, ‘স্বাস্থ্য ও শিক্ষার মাধ্যমে মানুষের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আফ্রিকার প্রতিটি দেশকে একটি সমৃদ্ধির পথে নিয়ে যেতে হবে।’ তিনি এ ঘোষণা ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় এক ভাষণে দেন।
এ মহাদেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে তরুণ উদ্ভাবকদের চিন্তা করার আহ্বান জানান তিনি।
গত মাসে সম্পদের ৯৯ শতাংশ দান করার ঘোষণা দেয়ার সময় গেটস জানান, তার আশা ২০৪৫ সালের মধ্যে এই সম্পদ ২০০ বিলিয়ন ডলারে পৌঁছাবে এবং ওই সময় ফাউন্ডেশনের কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।
আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরে এক ভাষণে তিনি বলেন, ‘সম্প্রতি আমি প্রতিজ্ঞা করেছি যে আগামী ২০ বছরে আমার সম্পদ দান করা হবে। এই তহবিলের বেশিরভাগই আফ্রিকার চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদের সহায়তা করার জন্য ব্যয় করা হবে।’
মোজাম্বিকের সাবেক ফার্স্ট লেডি গ্রাসা ম্যাচেল এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, ‘সংকটময় মুহূর্তে এ ঘোষণা এসেছে।’ তিনি আরো বলেন, ‘রূপান্তরের এই পথে হাঁটতে মি. গেটসের অবিচল প্রতিশ্রুতির ওপর ভরসা করছি আমরা।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অংশ হিসেবে তার সরকার আফ্রিকায় এইচআইভি বা এইডস রোগীদের চিকিৎসার কর্মসূচিসহ অন্যান্য সহায়তার ফান্ড বন্ধ করে দিয়েছে, ফলে এই মহাদেশে স্বাস্থ্যসেবার ভবিষ্যত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
গেটস বলেন, তার ফাউন্ডেশনের আফ্রিকায় দীর্ঘদিনের কার্যক্রমের ইতিহাস রয়েছে এবং তারা প্রাথমিক স্বাস্থ্যসেবার উন্নয়নে নজর দেবে। তিনি উল্লেখ করেন, ‘আমরা শিখেছি গর্ভবতী হওয়ার আগে মাকে সুস্থ থাকতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে। তাহলেই যখন তিনি গর্ভবর্তী হবেন, তখন শক্তিশালী ফলাফল আসবে।’
তিনি আরো বলেন, ‘শিশুরা তাদের প্রথম চার বছরে ভালো পুষ্টি পাবে, এটা নিশ্চিত করলেই পার্থক্য তৈরি হবে।’
তরুণ উদ্ভাবকদের উদ্দেশে গেটস বলেন, মোবাইল ফোন আফ্রিকায় ব্যাংকিংয়ে বিপ্লব এনে দিয়েছে। তিনি এ মহাদেশের সুবিধার জন্য এখনই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, ‘আফ্রিকা বড় পরিসরে প্রথাগত ব্যাংকিং এড়িয়ে গেছে এবং এখন পরবর্তী প্রজন্মের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় কীভাবে এআইকে অন্তর্ভুক্ত করা যায়, সেটি নিয়ে ভাবার সুযোগ আপনাদের রয়েছে।’
রুয়ান্ডাকে উদাহরণ হিসেবে তুলে ধরে গেটস বলেন, উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা শনাক্ত করার জন্য তারা ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষম আল্ট্রাসাউন্ড ব্যবহার করে এই সেবার উন্নয়ন ঘটিয়েছে।
গেটস ফাউন্ডেশন জানিয়েছে, তাদের তিনটি বিষয়ে অগ্রাধিকার রয়েছে: মা ও শিশুর প্রতিরোধযোগ্য মৃত্যু বন্ধ করা, পরবর্তী প্রজন্ম যাতে ভয়াবহ সংক্রামক রোগে না ভুগে, সেজন্য তাদের বেড়ে ওঠা নিশ্চিত করা এবং লাখো মানুষকে দারিদ্রতা থেকে মুক্ত করা।
এক বিবৃতিতে ফাউন্ডেশন জানিয়েছে, ২০ বছর পরে তারা তাদের কার্যক্রম বন্ধ করে দেবে। গত মাসে গেটস বলেছিলেন, ফাউন্ডেশনের মাধ্যমে তিনি তার এই দান কার্যক্রম ত্বরান্বিত করবেন।
এক ব্লগ পোস্টে বিল গেটস লিখেছেন, ‘আমি মারা গেলে মানুষ আমার সম্পর্কে অনেক কথা বলবে। কিন্তু ‘তিনি ধনী হয়ে মারা গিয়েছেন’ এ কথা সেগুলোর মধ্যে থাকবে না বলে আমি দৃঢ়প্রতিজ্ঞ।’
ব্লুমবার্গের মতে, বর্তমানে বিশ্বের পঞ্চম ধনী বিল গেটস তার সম্পদের ৯৯ শতাংশ দান করে দিলেও তিনি বিলিয়নিয়ারই থেকে যাবেন। ১৯৭৫ সালে পল অ্যালেনের সাথে গেটস মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর রাতারাতি কোম্পানিটি সফটওয়্যার এবং অন্যান্য প্রযুক্তি শিল্পে প্রভাবশালী শক্তি হয়ে ওঠে।
সাম্প্রতিক দশকগুলোতে গেটস ধীরে ধীরে কোম্পানির বিভিন্ন পদ থেকে সরে আসেন। ২০০০ সালে তিনি প্রধান নির্বাহী এবং ২০১৪ সালে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।
বিনিয়োগকারী ওয়ারেন বাফেট এবং অন্যান্য দানশীল ব্যক্তিদের কাছ থেকে অর্থ দান করার বিষয়ে অনুপ্রাণিত হয়েছিলেন বলে তিনি জানান। তবে তার ফাউন্ডেশনের সমালোচনা করেন এমন ব্যক্তিরা বলছেন, গেটস কর এড়াতে তার দাতব্য স্ট্যাটাস ব্যবহার করেন এবং বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থার ওপর এর অযৌক্তিক প্রভাব রয়েছে।
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ইতোমধ্যে তার ৯৯ শতাংশ সম্পদ দান করার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, আগামী ২০ বছরে তার সম্পদের অধিকাংশ আফ্রিকার স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে ব্যয় করা হবে। খবর বিবিসির।
৬৯ বছর বয়সী গেটস বলেন, ‘স্বাস্থ্য ও শিক্ষার মাধ্যমে মানুষের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আফ্রিকার প্রতিটি দেশকে একটি সমৃদ্ধির পথে নিয়ে যেতে হবে।’ তিনি এ ঘোষণা ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় এক ভাষণে দেন।
এ মহাদেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে তরুণ উদ্ভাবকদের চিন্তা করার আহ্বান জানান তিনি।
গত মাসে সম্পদের ৯৯ শতাংশ দান করার ঘোষণা দেয়ার সময় গেটস জানান, তার আশা ২০৪৫ সালের মধ্যে এই সম্পদ ২০০ বিলিয়ন ডলারে পৌঁছাবে এবং ওই সময় ফাউন্ডেশনের কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।
আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরে এক ভাষণে তিনি বলেন, ‘সম্প্রতি আমি প্রতিজ্ঞা করেছি যে আগামী ২০ বছরে আমার সম্পদ দান করা হবে। এই তহবিলের বেশিরভাগই আফ্রিকার চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদের সহায়তা করার জন্য ব্যয় করা হবে।’
মোজাম্বিকের সাবেক ফার্স্ট লেডি গ্রাসা ম্যাচেল এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, ‘সংকটময় মুহূর্তে এ ঘোষণা এসেছে।’ তিনি আরো বলেন, ‘রূপান্তরের এই পথে হাঁটতে মি. গেটসের অবিচল প্রতিশ্রুতির ওপর ভরসা করছি আমরা।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অংশ হিসেবে তার সরকার আফ্রিকায় এইচআইভি বা এইডস রোগীদের চিকিৎসার কর্মসূচিসহ অন্যান্য সহায়তার ফান্ড বন্ধ করে দিয়েছে, ফলে এই মহাদেশে স্বাস্থ্যসেবার ভবিষ্যত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
গেটস বলেন, তার ফাউন্ডেশনের আফ্রিকায় দীর্ঘদিনের কার্যক্রমের ইতিহাস রয়েছে এবং তারা প্রাথমিক স্বাস্থ্যসেবার উন্নয়নে নজর দেবে। তিনি উল্লেখ করেন, ‘আমরা শিখেছি গর্ভবতী হওয়ার আগে মাকে সুস্থ থাকতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে। তাহলেই যখন তিনি গর্ভবর্তী হবেন, তখন শক্তিশালী ফলাফল আসবে।’
তিনি আরো বলেন, ‘শিশুরা তাদের প্রথম চার বছরে ভালো পুষ্টি পাবে, এটা নিশ্চিত করলেই পার্থক্য তৈরি হবে।’
তরুণ উদ্ভাবকদের উদ্দেশে গেটস বলেন, মোবাইল ফোন আফ্রিকায় ব্যাংকিংয়ে বিপ্লব এনে দিয়েছে। তিনি এ মহাদেশের সুবিধার জন্য এখনই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, ‘আফ্রিকা বড় পরিসরে প্রথাগত ব্যাংকিং এড়িয়ে গেছে এবং এখন পরবর্তী প্রজন্মের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় কীভাবে এআইকে অন্তর্ভুক্ত করা যায়, সেটি নিয়ে ভাবার সুযোগ আপনাদের রয়েছে।’
রুয়ান্ডাকে উদাহরণ হিসেবে তুলে ধরে গেটস বলেন, উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা শনাক্ত করার জন্য তারা ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষম আল্ট্রাসাউন্ড ব্যবহার করে এই সেবার উন্নয়ন ঘটিয়েছে।
গেটস ফাউন্ডেশন জানিয়েছে, তাদের তিনটি বিষয়ে অগ্রাধিকার রয়েছে: মা ও শিশুর প্রতিরোধযোগ্য মৃত্যু বন্ধ করা, পরবর্তী প্রজন্ম যাতে ভয়াবহ সংক্রামক রোগে না ভুগে, সেজন্য তাদের বেড়ে ওঠা নিশ্চিত করা এবং লাখো মানুষকে দারিদ্রতা থেকে মুক্ত করা।
এক বিবৃতিতে ফাউন্ডেশন জানিয়েছে, ২০ বছর পরে তারা তাদের কার্যক্রম বন্ধ করে দেবে। গত মাসে গেটস বলেছিলেন, ফাউন্ডেশনের মাধ্যমে তিনি তার এই দান কার্যক্রম ত্বরান্বিত করবেন।
এক ব্লগ পোস্টে বিল গেটস লিখেছেন, ‘আমি মারা গেলে মানুষ আমার সম্পর্কে অনেক কথা বলবে। কিন্তু ‘তিনি ধনী হয়ে মারা গিয়েছেন’ এ কথা সেগুলোর মধ্যে থাকবে না বলে আমি দৃঢ়প্রতিজ্ঞ।’
ব্লুমবার্গের মতে, বর্তমানে বিশ্বের পঞ্চম ধনী বিল গেটস তার সম্পদের ৯৯ শতাংশ দান করে দিলেও তিনি বিলিয়নিয়ারই থেকে যাবেন। ১৯৭৫ সালে পল অ্যালেনের সাথে গেটস মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর রাতারাতি কোম্পানিটি সফটওয়্যার এবং অন্যান্য প্রযুক্তি শিল্পে প্রভাবশালী শক্তি হয়ে ওঠে।
সাম্প্রতিক দশকগুলোতে গেটস ধীরে ধীরে কোম্পানির বিভিন্ন পদ থেকে সরে আসেন। ২০০০ সালে তিনি প্রধান নির্বাহী এবং ২০১৪ সালে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।
বিনিয়োগকারী ওয়ারেন বাফেট এবং অন্যান্য দানশীল ব্যক্তিদের কাছ থেকে অর্থ দান করার বিষয়ে অনুপ্রাণিত হয়েছিলেন বলে তিনি জানান। তবে তার ফাউন্ডেশনের সমালোচনা করেন এমন ব্যক্তিরা বলছেন, গেটস কর এড়াতে তার দাতব্য স্ট্যাটাস ব্যবহার করেন এবং বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থার ওপর এর অযৌক্তিক প্রভাব রয়েছে।
ভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
২৬ মিনিট আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৩৮ মিনিট আগেগাজায় সাফল্য অর্জনের জন্য যে অনুকূল পরিস্থিতি পেয়েছিল ট্রাম্পের প্রধান কূটনৈতিক মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও তার দল, সেটা ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে তৈরি করা কঠিন হতে পারে, কারণ এই যুদ্ধ প্রায় চার বছর ধরে চলছে।
১ ঘণ্টা আগেইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে যে, তারা মঙ্গলবার গভীর রাতে ব্রায়ানস্ক সীমান্ত অঞ্চলে একটি রাশিয়ান রাসায়নিক কারখানায় যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে।
১ ঘণ্টা আগে